আলহাজ্ব এম আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৩।
ফতেয়াবাদ খেলোয়াড় সমিতি কতৃক আয়োজিত টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফতেয়াবাদ মাদ্রিস্তা বনাম মোহাম্মদ নগর পটিয়া। উক্ত ফাইনাল খেলায় মোহাম্মদ নগর পটিয়া কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফতেয়াবাদ মাদ্রিস্তা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব এম আলী আজগর চৌধুরীর সুযোগ্য সন্তান প্রফেসর ড. এরশাদ চৌধুরী এর সভাপতিত্বে এবং সালাউদ্দিন আলী নূর মিন্টু সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র জনাব আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন মহোদয় ।এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জনাব আলহাজ্ব লায়ন দিদারুল আলম চৌধুরী ও বিশেষ অতিথি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লি: এর চট্টগ্রাম জোনাল হেড জনাব আয়ুব আলী, চ সি ক ১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব গাজী শফিউল আজিম ও ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হাসান জামান বাচ্চু। এতে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে পরিচিত হয়েছেন নিউরো সার্জন অধ্যাপক ডা: মো. কামাল উদ্দিন, প্রফেসর আলী আজগর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কদর, আলহাজ্ব কাজী এনামুল হক, অধ্যাপক আবদুল্লাহ আল আহসান লিটন, চট্রগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সহ সভাপতি আবু সরোয়ার, অধ্যক্ষ নঈমউদ্দিন হাসান তিবরীজি, অধ্যক্ষ এস এম বখতিয়ার, অধ্যক্ষ সায়ফুর রহমান বাবর, ফতেয়াবাদ নাগরিক কমিটির সহ সভাপতি আলী নাসের চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম দিদার, ফতেয়াবাদ স্কুল প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়ল, চিলড্রেন গার্ডেন স্কুল প্রধান শিক্ষক আসাদুল হক, লিটল ফ্লাওয়ার স্কুল প্রধান শিক্ষক চৌধুরী জসীম উদ্দিন। উক্ত ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছে ফতেয়াবাদ মাদ্রিস্তা এর স্ট্রাইকার সাইমন, টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। প্রেনচো,সেরা গোলদাতা সাইমন, সেরা গোলরক্ষক এরশাদ। চ্যাম্পিয়ন দল ফতেয়াবাদ মাদ্রিস্তা কে নগদ ৩০,০০০/- ও রানারআপ দল মোহাম্মদ নগর ফুটবল একাডেমিকে নগদ ২০,০০০/- টাকা প্রাইজমানি দেয়া হয়।
এই টুর্ণামেন্টকে সুন্দর এবং সফল করেন ফতেয়াবাদ খেলোয়াড় সমিতি।
Leave a Reply