স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের ভুমিকা রাখতে হবে-আবদুল আলীম।
আবুল কাসেম, সাতকানিয়া প্রতিনিতিধিঃ
আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নাগরিক হয়ে শেখ হাসিনার উন্নয়নকে আরো বেগবান করতে হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের ভুমিকা রাখার আহবান জানান আবদুল আলীম। গারাংগিয়া সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গান, নৃত্য ও আলোচনা স্কুলের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যকালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের ভুমিকা রাখার আহবান জানান।তিনি আরো বলেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ।
লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ এবং দেশের নেতৃত্ব দিতে হবে, মানবিক মানুষ হতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার আবুল কাশেম চৌধুরী, মাস্টার লালেন্দ্র কুমার বড়ুয়া, উক্ত বিদ্যালয়ের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, জুয়েল বড়ুয়া,সোনাকানিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণত সম্পাদক শরফুদ্দিন খোকা, ছাত্রলীগ নেতা শাহরিয়ার রুমন প্রমূখ।
Leave a Reply