1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম হাটহাজারী নেহালপুর বাসুদেব স্কুল এন্ড কলেজের উদ্বোধনে শিক্ষামন্ত্রী নওফেল।

যীশু সেন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

অনাথ শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন- বাসুদেব আশ্রমের উদ্যোগে অনেক ক্ষুদ্রনৃগোষ্ঠি পড়াশুনা করছে এবং আশ্রমে মহারাজ তিনি দীর্ঘদিন ধরে জনসেবা করছে, বাসুদেব আশ্রমের মহতি উদ্যোগ প্রশংসনীয়। সকল ধর্মে আছে যে মানবসেবা বড়সেবা। মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান নিশ্চিত করা মাধ্যমে সৃষ্টিকর্তার সেবা করা হয়। এই শিক্ষা দেওয়ার জন্য যা যা দরকার, তা শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যবস্থা করে দেওয়া হবে। যাতে এই অনাথ শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠন করার ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এই প্রতিযোগিতার বিশ্ববাজারে তারা যেন পিছিয়ে না পড়ে। অনাথ শিক্ষার্থীরা যেন সুন্দর করে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থা করার জন্য মহারাজের প্রতি অনুরোধ জানান। এ সময় পাঠ্যপুস্তকের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, কারিগরি শিক্ষা, জাপানিজ ভাষাসহ বিভিন্ন ভাষা শেখানো এবং তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। হাটহাজারী উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের নন্দীরহাট নেহালপুর বাসুদেব স্কুল এন্ড কলেজের উদ্বোধন ও স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত ১৪ জুন শুক্রবার বিকাল ৫ টার দিকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন পর্বের বক্তব্যে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি একথা বলেন। বাসুদেব অনাথ আশ্রমের মহারাজ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ লাল সূত্রধর, হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম, উক্ত স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ, মো. মিজানুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন শ্যামল কান্তি দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওপেন বিকাশ ত্রিপুরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254