আমিতো আমিই
———————-
লেখক।
রিটন দাশ
💢কারো কাছে তুমি নগন্য,
কারো কাছে তুমি জঘণ্য,
কারো কাছে তুমি আবার আদর্শ।
💢কারো কাছে তুমি বিরক্তিকর,
কারো কাছে তুমি অসহ্যকর, কারো কাছে তুমিই প্রেরণার উৎস
💢কারো কাছে তুমি জ্বালাময়ী,
কারো কাছে তুমি মমতাময়ী।
💢দিনশেষে
তুমি নিজের কাছে যেমন তেমনই।
💢কারো ঘৃণা,
কারো ভালোবাসায়
তোমার আদতেই কিছু আসবে যাবে না।
💢একটা কথা মনে রেখো,
সিংহের নাম ভেড়া রাখলে
ও সিংহ কখনো ভেড়া হয় না।
💢কারো জাজমেন্টে
তোমার মূল্য এতটুকু ও কমবে না।
কারণ আদার ব্যাপারী তো আর হীরের টুকরোর মূল্য বুঝবে না।
কেবল জহুরীই বুঝবে এর মূল্য কতটা!!
💢কারো কাছে তুমি ন্যাকা,
কারো কাছে তুমি বোকা।
কারো কাছে রাশভারী,
কারো কাছে অহংকারী।
আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে ঠিক তেমনি, ঠিক যেমনটা তারা ডিজার্ভ করে।
💢একটা মানুষ কখনোই
সবদিক থেকে পার্ফেক্ট হয় না। একটু একটু ভালো,
আবার একটু একটু মন্দ।
💢একেকজনের রুচিবোধ,
চিন্তা চেতনা, মতবাদ
অন্যজন থেকে আলাদা।
এর মানে এই নয় যে
তুমি ফেলনা,
মতের অমিল হতেই পারে।
💢তবে চাইলেও
তুমি একা সবার মনের মতো হয়ে উঠতে পারবে না।
সবাইকে খুশি করা
তোমার একার কর্ম নয়।*
Leave a Reply