নীলফামারীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীপক রায়:- নীলফামারী প্রতিনিধি।
আজ মঙ্গলবার সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান পালন করেন হাজারো সনাতনী ধর্মাম্বলীরা। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভকেড অক্ষয় কুমার রায়, সভাপতি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির, নীলফামারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাপস কুমার সাহা সাধারণ সম্পাদক শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির নীলফামারী, এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী মান ভাবনন্দ নিতাই রাম দাস, সভাপতি নীমাধব নামহট্ট সদর নীলফামারী। আলোচনা অনুষ্ঠান শেষে আটঁ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ, সহ ভজন কীর্তন প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ কমিটির নেতৃত্ব বিন্দু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা, ও থানা থেকে হাজারো সনাতনী ধর্মাম্বলী কৃষ্ণ প্রেমি ভক্তরা। এসময় রথযাত্রা নীলফামারী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু করে। এসময় নীলফামারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্টো রথযাত্রা শেষ হয় নীলফামারী মিলন পল্লীতে গিয়ে। এই উল্টো রথযাত্রায় হাজারো সনাতনী ধর্মাম্বলীদের আগমন ঘটে। এবং সকল সনাতনী ধর্মাম্বলীরা এক নাম সংকীর্ণ করেন। এবং সকল জীব ও জগৎ সংসারের মঙ্গল কামনা করে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব শেষ হয়।
Leave a Reply