ফেনীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
গত রোববার সকালে জেলা শহরের শ্রী শ্রী জয়কালী মন্দির প্রাঙ্গণে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের (ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর) ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সমীর চন্দ্র কর, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম ফেনীর সহকারী পরিচালক মুহিত উদ্দিন মোল্লা, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস, জেলা ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক জীবন কুমার আচার্য্য, প্রশিক্ষক সুব্রত চক্রবর্তী।
ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) সুকুমার দাশ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জুনিয়র কনসালটেন্ট রুমা দত্ত বিশ্বাস, ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ, প্রশিক্ষক নারায়ণ চক্রবর্তীসহ প্রশিক্ষণার্থীরা।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী জানান, প্রশিক্ষণে সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশু পালন ও মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ে ধারণা প্রদান করা হবে। এতে জেলার ছয় উপজেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবায়েত প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) সুকুমার চন্দ্র দাস বলেন, ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের’ (২য় পর্যায়) এর আওতায় এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
Leave a Reply