ত্রি-কলা সংগীত একাডেমির বার্ষিক মূল্যায়ন পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
মহান মুক্তিযুদ্ধের সময় সংগীতের ভূমিকা ছিলেন অপরিসীম ।
সুস্থ ধারার শুদ্ধ সংগীত চর্চা মানুষকে জাগরিত করে। মানুষের ভিতরের বোধকে উদ্দীপ্ত ও বিকাশে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, শৃঙ্খলা, আনুগত্য, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে সুন্দরভাবে জীবন গড়ে ওঠার জন্য মানুষের জীবনী শক্তি হিসেবে কাজ করে। সৌন্দর্য্য ভোগের নয়, উপভোগের। যান্ত্রিক যুগে আমরা আন্তরিক খোরাক হারিয়ে ফেলেছি। জীবনকে উপভোগ করতে সুস্থ সংগীত চর্চার বিকল্প নেই। শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে ত্রি-কলা সংগীত একাডেমি এর আয়োজন।
আজ অনুষ্ঠিত হয় ত্রিকলা সংগীত একাডেমীর বার্ষিক মূল্যায়ন লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২০২৩।উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানে প্রশিক্ষক এবং সদস্যবৃন্দ।প্রতিষ্ঠানটির পরিচালনায় আছেন অধ্যক্ষ ও সংগীত প্রশিক্ষক সোমা দেবী এবং উপাধ্যক্ষ ও নৃত্য প্রশিক্ষক মৌসুমী দেবী।এছাড়া উপস্থিত ছিলেন তবলা প্রশিক্ষক সেতু ধর,প্রশিক্ষক মেখলা দাশ,নৃত্য শিল্পী জয়া দেবী!
এছাড়াও উপস্থিত ছিলেন kotha 71.টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার বাবু সজল কুমার নাথ এবং উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ত্রি-কলা সংগীত একাডেমির উপদেষ্টা বাবু নীল রতন দাশ গুপ্ত!।
Leave a Reply