1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

জ্যোগীশিস চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটি গঠন।

নিজ্জ্বল সাহা
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

অদ্য ১১ই মে রোজ শনিবার ২০২৪ ইং তারিখ জ্যোগীশিস চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটির কর্তৃৃক পাঠানতলী অনলাইন ট্রান্সপোর্ট এন্ড ট্রেডিং এজেন্সির অফিস কক্ষে আহবায়ক স্বপন দাশের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় কমিটির ব্যাপ্তি, কমিটির কার্যক্রম ও ভবিষ্য্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়,উক্ত সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিন সাহা,মিঠু শীল, রিপন দাশ,দেবাশীষ চৌধুরী, নিজ্জ্বল সাহা,সজল কুমার নাথ,রতি রঞ্জন দাশ,লিটু সুত্রধর ও বিধান শীল মহোদয়,লিটন দাশ।

উক্ত সভায় সকলের উপস্থিতি তে এই সিন্ধান্ত সম্মতি হয় যে ৫১ জন বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হবে।এবং এই জেলা কমিটির নেতৃত্বে থানা কমিটিও করা হবে সভায় সকলের মতামতের ভিত্তিতে সিন্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254