সনাতনী সেচ্ছাসেবী সংগঠন “ত্রিনাথ যুব সংঘ” এর নবনির্বাচিত কমিটি গঠিত হলো
কক্সবাজার সদর উপজেলার অন্তর্ভুক্ত খুরুশকুল উত্তর হিন্দু পাড়া, সনাতনী সেচ্ছাসেবী সংগঠন “ত্রিনাথ যুব সংঘ” এর বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এক জরুরী মিটিং করা হয়। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য বৃন্দরা। এবং এতে সকলের সম্মতিক্রমে এক নুতন কমিটি গঠন করা হয়। উক্ত নবগঠিত কমিটির
(সভাপতি) – শয়ন দে (অপূর্ব)
(সাধারণ সম্পাদক) – সানি দে (রাজ) ও
(অর্থ সম্পাদক) – অমিত দে,
মনোনীত হয়। এতে সাবেক অর্থ সম্পাদক বর্তমান নবগঠিত কমিটির -২০২৪ এর ” সভাপতি “- শয়ন দে (অপূর্ব) বলেন আমি সভাপতি হয়েছি এটা তেমন কিছু না। পদ পদবী বড় কিছু নই, দায়িত্ব পালন করাটায় বড় কাজ, এখানে আমরা সবাই সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, আমাদের মধ্যে থাকবে না কেনো বেধাঁবেদ, থাকবে না কোনো প্রতিহিংসা, আমরা অত্র সংগঠনের সকল সদস্য এবং উত্তর হিন্দু পাড়ার যুব সমাজকে সাথে নিয়ে ঐক্য বদ্ধ হয়ে এগিয়ে যাব, সামাজের সকল কাজে। ধন্যবাদ সবাইকে।
উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন সাগর দে, অভি দে, টোটেল দে, উৎসব দত্ত,কৃষাণ দে সহ প্রমুখ।
Leave a Reply