বাংলাদেশ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ,
কক্সবাজার জেলা’র নবগঠিত কমিটি-২০২৪ গঠিত।
শয়ন দে (অপূর্ব) কক্সবাজার জেলা প্রতিনিধি
বাংলাদেশ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী (০৬) ছয় মাসের জন্য কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটি-২০২৪ গঠন করা হয়। এ কমিটি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর মহাসচিব – কে, এম, শহিদ উল্লার স্বাক্ষরে কক্সবাজার জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি:- মোরশেদ হোসাইন তানিম ও সাধারণ সম্পাদক:- হেদায়েত উল্লাহ বাবুল সহ ১৯ বিশিষ্ট সদস্য কমিটি গঠন করা হয়। এতে প্রভাবশালী “সদস্য”- নির্বাচিত হয়েছেন রামু উপজেলার কৃর্তি সন্তান “মোহাম্মদহাসান”
(বিএসএস,এমএসএস,এলএলবি,এলএলএম)।
Leave a Reply