1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

গীতা যজ্ঞ ও জ্যোগীশিস এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন।

নিজ্জ্বল সাহা
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

ওঁকারেশ্বর মঠ এ গীতা যজ্ঞ ও জ্যোগীশিস এর ৫১ বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা।

গত ০৭ মার্চ শুক্রবার ২০২৫ রোজ শুক্রবার পার্বত্য জেলা রাঙ্গামাটি বাঙ্গালহালিয়া ওঁকারেশ্বর মঠ ও মিশনে প্রথম পর্বে শ্রী শ্রী জ্যােতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যােগীশিস) বাংলাদেশের উদ্যােগে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে ছিলো শ্রী শ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) মঙ্গল প্রদীপ প্রজ্বলন গীতাপাঠ ও শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলার কমিটির অভিষেক অনুষ্ঠানের শুভসূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওঁকারেশ্বর মঠ ও মিশনে অধ্যক্ষ ও কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমৎ বিদেহানন্দ ব্রক্ষচারী মহারাজ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী পরিমল কান্তি শীল (ট্রাষ্টি,কক্সবাজার জেলা,খাগড়াছড়ি রাঙ্গামাটি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট,ধর্ম বিষয়ক মন্ত্রনালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাষ্টার প্রদীপ কুমার সুশীল (কাপ্তাই জেলা ট্রাষ্টি প্রতিনিধি, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলক চৌধুরী ( জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক), অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবব্রত কর দেবু ( এএসপি)
বিশেষ অতিথি আশীষ চৌধুরী (রাঙ্গামাটি জেলা ট্রাষ্টি প্রতিনিধি) সান্টু চৌধুরী, অমলেন্দু ধর।
অনুষ্ঠান জুড়ে সঞ্চালনা করেন সাংবাদিক শ্রী নিজ্জ্বল সাহা।

চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি হিসেবে নব নির্বাচিত হয়েছেন শ্রীযুক্ত বাবু বিশ্বজিৎ পাল ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শ্রীযুক্ত বাবু রবিন সাহা।

শ্রীযুক্ত বাবু বিশ্বজিৎ পাল ও বাবু রবিন সাহা নেতৃত্বে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন শ্রী শ্রী জ্যোতিশ্বর গীতাশিক্ষা সংঘ ( জ্যোগীশিস) বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওঁকারেশ্বর মঠ ও মিশনে অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রক্ষচারী মহারাজ। তিনি বলেন আগামীতে এ উদীয়মান দক্ষ জেলা কমিটির হাতে জ্যোগীশিস এর দ্বায়িত্ব তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি শতভাগ আশাবাদী দক্ষ এ ২ জন সংগঠক সভাপতি বিশ্বজিৎ পাল ও সাধারণ সম্পাদক রবিন সাহা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব ব্যাপি জ্যোগীশিসকে মানুষের কাছে দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। আগামীতে চট্রগ্রাম জেলার কমিটির নেতৃত্বে কয়েক বৎসরের মধ্যে বাঙ্গালহালিয়া ওঁকারেশ্বর মঠ ও মিশনে একটি মডেল মন্দির শুভ উদ্বোধন হবে আশা ব্যক্ত করেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254