1. sajalnath8181@gmail.com : admin2020 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

জ্যোগীশিস চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন।

নিজ্জ্বল সাহা
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

গত ২৮শে মার্চ ২০২৫ রোজ শুএবার জ্যোগীশিস চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে শীতলপুর লোকনাথ ব্রক্ষচারী সেবাশ্রম ও গীতাশিক্ষা কেন্দ্রে প্রদীপ প্রজ্বলন মধ্যে দিয়ে গীতাস্কুলের শুভ উদ্বোধন করেন জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমৎ স্বামী বিদেহানন্দ গিরি মহারাজ।এতে উপস্থিত ছিলেন শীতলপুর লোকনাথ ব্রক্ষচারী সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রক্ষচারী মহারাজ,জ্যোগীশিস চট্টগ্রাম জেলার সভাপতি বিশ্বজিৎ পাল ও সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রবিন সাহা, ট্রাফিক চট্টগ্রাম দক্ষিণ এর এডিশনাল এসপি দেব্রবত কর দেবু,এতে আর উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জ্যোগীশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ পাল, সাধারণ সম্পাদক রবিন সাহা, রিপন দাশ,গোবিন্দ ব্রক্ষচারী মহারাজ, এ এস পি দেব্রবত কর দেবু,বিদেহানন্দ গিরি মহারাজ। প্রধান অতিথি বিদেহানন্দ গিরি মহারাজ কে ফুল দিয়ে বরন করেন জ্যোগীশিস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রবিন সাহা। গীতা স্কুলে ছাএ ছাএীদের হাতে গীতা তুলে দেন জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি বিদেহানন্দ গিরি মহারাজ। তিনি বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় জ্ঞানের জন্য গীতা শিক্ষার কোন বিকল্প নেই। তাই আগামী প্রজন্মকে তার সনাতনী ধর্ম রক্ষার জন্য গীতা শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠতে হবে। যখন একজন সন্তান প্রকৃত গীতা শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে পারবে সে কখনো ধর্মান্তরিত হতে পারে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254