1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

বন্ধুত্বের বন্ধনে রঙিন হোক জীবন।

যীশু সেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বন্ধুত্বের বন্ধনে রঙিন হোক জীবন
যীশু সেন :

বন্ধু হলো জীবনের এক অমূল্য রত্ন। পরিবার আমাদের জন্ম দেয়, কিন্তু বন্ধু বেছে নিই আমরা নিজেদের ইচ্ছায়। তাই বন্ধুত্বের সম্পর্ক হয় হৃদয়ের, নিঃস্বার্থ ও গভীর ভালোবাসায় গড়া। জীবনের প্রতিটি পর্যায়ে আমরা বুঝতে পারি, একজন প্রকৃত বন্ধুর গুরুত্ব কতটা গভীর।

বন্ধু দিবস বা Friendship Day উদ্‌যাপনের সূচনা ১৯৫৮ সালে প্যারাগুয়েতে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ভারতে ও বাংলাদেশে আগস্ট মাসের প্রথম রবিবার এই দিনটি পালিত হয় উৎসবের আবহে। বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করতে এই দিনে শুভেচ্ছা, উপহার ও স্মৃতির আদান-প্রদান হয়।

বন্ধু শুধু আনন্দের সঙ্গী নয়, সে দুঃখের সময়েও পাশে থাকে। জীবনের কঠিন সময়ে, মানসিক চাপে বা বিপদের মুহূর্তে একজন সত্যিকারের বন্ধু হয়ে ওঠে সাহসের উৎস। বন্ধুদের সঙ্গে ভাগ করা যায় এমন অনেক কথা, যেগুলো কখনো কখনো পরিবারের সঙ্গেও বলা যায় না।

বন্ধুত্ব শুধুমাত্র সমবয়সীদের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি হতে পারে ভাই-বোন, শিক্ষক-ছাত্র, এমনকি মা-বাবার সঙ্গেও। আজকের প্রযুক্তিনির্ভর যুগে দূরত্ব থাকলেও মোবাইল, মেসেজ বা ভিডিও কলে বন্ধুত্বের বাঁধন অটুট থাকে।

প্রকৃত বন্ধুত্ব মানে হলো বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসার এক নিঃস্বার্থ সম্পর্ক। যে বন্ধু সুখে-দুঃখে পাশে থাকে, ভুল করলে সংশোধন করে, ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়েও হাত ধরে রাখে—তিনিই প্রকৃত বন্ধু। বন্ধুর হাসি, উপদেশ কিংবা ছোট্ট সহানুভূতিও জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকে।

বন্ধু দিবস হলো সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর সময়, যাঁরা জীবনের নানা মুহূর্তে পাশে থেকেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত এই দিনটি নানা আয়োজনে পালন করা হয়। কেউ বন্ধুকে উপহার দেয়, কেউ বন্ধুত্বের ব্যান্ড পরে আবার কেউ শুধুই ভালোবাসার বার্তায় মুখর করে তোলে দিনটি।

তবে বন্ধুত্ব গড়ার সময় সতর্ক হওয়া জরুরি। লোভী, আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও হিংসুক মনের বন্ধু কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। সে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়, পাশে থাকার ভান করে সুযোগ খোঁজে। এমন বন্ধুত্ব ক্ষতিকর ও সম্পর্ক ধ্বংসকারী। ভুল বন্ধু জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আবার সঠিক বন্ধু হতে পারে আলোর দিশারি। বন্ধুত্ব একবার গড়ে উঠলে তা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। বিশ্বাস, শ্রদ্ধা ও সহানুভূতির ভিত্তিতে এই সম্পর্ককে টিকিয়ে রাখতে হয় যত্নসহকারে।

বন্ধুত্ব কোনো স্বার্থের নয়, এটি আত্মার বন্ধন। ভালো বন্ধু পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার, তেমনি একজন ভালো বন্ধু হওয়া চরিত্রের গুণ। বন্ধুত্ব জীবনে আনন্দ আনে, হতাশায় সাহস জোগায় এবং একাকীত্ব দূর করে জীবনের পথে এগিয়ে চলার প্রেরণা দেয়।
আসুন, বন্ধুদের গুরুত্ব দিই, সম্পর্ককে রক্ষা করি এবং বন্ধুত্বের বন্ধনে আমাদের জীবন রাঙিয়ে তুলি।

লেখক : সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254