যদি দেখা হয়…
———-সুস্মিতা——
দেখা যে হবেই এমন কথা ছিলোনা
তবু বসন্তের ঘোর লাগা চোখে
হেঁটে গেল রক্তিম পলাশের বনে
যদি দেখা হয় নির্জনে!
আম-জাম-বাতাবির মুকুলের ঘ্রাণে
নেশাতুর বসন্তের ঝিমানো দুপুরে
সবুজের ছায়া পথে হাঁটে আনমনে
যদি দেখা হয় নির্জনে!
সাঁঝ বেলা গোধূলির রঙ ঢালা
ভাটিয়ালী সুর নদী উজানে
আলো-আঁধারিতে ঢেউ জাগে মনে
যদি দেখা হয় নির্জনে!
Leave a Reply