সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহতী ধর্মসভা।
হৃদয় নাথ
সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে গতকাল ৫ মার্চ শুক্রবার বিকেল ৫ ঘটিকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়,
এতে কথা সাংস্কৃতিক একাডেমির পরিবেশনায় নৃত্য, গান,নাটক পরিবেশিত হয়,
মহতী ধর্ম সভায় প্রধান ধর্মীয় বক্তা হিসেবে ছিলেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজ চিন্তাবিদ, বিশেষ ধর্মীয় বক্তারা ছিলেন শ্রী জনার্দ্দন কুমার বণিক, মাষ্টার অজিত কুমার শীল,শ্রী সুভাষ সরকার, শ্রী পরিমল কর্মকার, শ্রী সজল শীল,শ্রী গোপী কুমার দাশ,শ্রী শিমুল ভৌমিক, প্রফেসার হারাধন কুমার নাথ, শ্রী বেনুতোষ দাশ,শ্রী জহরলাল নাথ অভি,স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট স্বপন কুমার নাথ,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সিন্ধু ভূষণ নাথ,অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট শিমুল কুমার নাথ।
Leave a Reply