আমি নারী
কোহিনূর আক্তার
আমি নারী
আমি তোমাকে ধারণ করি
আমি তোমাকে ভালোবাসি
আমি তোমার জীবনের ভুক্ষা নিবারণ করি,
আমি নারী
আমি তোমার হাতের নির্মম আঘাত ভুলে তোমার কাছেই বাকী জীবন থাকতে চাই ।
আমি তোমার সময় অসময়ে কটূক্তি শুনেও তোমার খাবারের প্লেটটা আমিই নিয়ে বসে থাকি ।
তোমাকে বাবা ডাক শুনাবো বলে,
এই শরীরে শরীর ধারণ করি।
অপমানে অশ্রু মুছে তোমাকে জড়িয়ে ধরে
তোমাকেই ভালবাসি বলেছি ।
আমি নারী
স্বামী নামের তুমি’র কাছে দিনের পর দিন ধর্ষিত
হয়েছি । পাহাড় সমান কষ্টতেও ইস করিনি
তুমি কষ্ট পাবে বলে ।
আমি নারী
তাই তোমার বান্ধবীকে হাসি মুখে মেনে নিয়েছি ,
সব শেষে তোমাকে ভালবাসি
তোমাকেই ভালবাসি।
আমি নারী তাই নারীকে নিয়ে লেখাটা সমস্ত
নারীকে উৎসর্গ করলাম।
Leave a Reply