আজ আমার প্রেমিকার জন্মদিন
অরুণ শীল।
আমার পবিত্র নগর শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার পাপিষ্ঠ বন্ধুরা শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার নিষ্ঠুর শত্রুরা শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার তুখোড় নিন্দুক শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার কৌতুহলী প্রতিবেশী শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার অন্ধ স্বজনেরা শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার উচ্ছিষ্টভোজী চামচারা শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার উর্ধ্বমুখি পূর্বপুরুষেরা শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার পাতালগামী বান্ধবীরা শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার নিঃসঙ্গ হতাশারা শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন
আমার বিদ্যুৎচকিত মুহুর্তেরা শোন
আজ আমার প্রেমিকার জন্মদিন।
জাদুতে মগ্ন যৌন আকাঙ্খা রঙিন-
গোলাপ, তুমিও বলো, শুভ জন্মদিন।
Leave a Reply