1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

সীতাকুণ্ড শুরু হয়েছে শিব চতুর্দশীর মেলা

টুটুল কর্মকার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৭০২ বার পঠিত

শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা।
সীতাকুণ্ড প্রতিনিধি টুটুল কর্মকার এর পাঠানো তথ্য ও চিত্র নিয়ে প্রতিবেদন।

চট্টগ্রাম: সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী তিথিতে পূজা উপলক্ষে শুরু হয়েছে মেলা।
আজ বৃহস্পতিবার ১১ মার্চ ২০২১ থেকে তিনদিনব্যাপী এ মেলা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।মেলা কমিটি সূত্রে জানা যায়, মূল শিবচতুর্দশী তিথি শুরু হবে আজ ১১ মার্চ বৃহস্পতিবার বেলা ৩টা ১২ মিনিট ৪ সেকেন্ডে। শেষ হবে ১২ মার্চ বেলা ৩টা ৪৬ মিনিটে। এরপর অমাবস্যা শুরু হবে। পুণ্যার্থীরা পৌর সদর থেকে চন্দ্রনাথ, বিরূপাক্ষসহ অর্ধশতাধিক মঠমন্দির পরিভ্রমণ করবেন।
মেলা কমিটি জানান, প্রায় ৩০০ বছর পূর্ব থেকে সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার প্রচলন শুরু হয়ে আসছে। এই সনাতন ধর্মাবলম্বীদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে।
ফাল্গুনী চতুর্দশী তিথিকে ঘিরে আয়োজিত মেলায় প্রতি বছর দেশ-বিদেশের লাখ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন প্রশাসন ও মেলা কমিটির সদস্যরা।মেলা কমিটি সূত্রে জানা যায়, মূল শিবচতুর্দশী তিথি শুরু হবে ১১ মার্চ বেলা ৩টা ১২ মিনিট ৪ সেকেন্ডে। শেষ হবে ১২ মার্চ বেলা ৩টা ৪৬ মিনিটে। এরপর অমাবস্যা শুরু হবে। পুণ্যার্থীরা পৌর সদর থেকে চন্দ্রনাথ, বিরূপাক্ষসহ অর্ধশতাধিক মঠমন্দির পরিভ্রমণ করবেন।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী kotha 71.tv কে বলেন, করোনার কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করে তাঁদের কে মেলায় প্রবেশ করতে হবে। তবে এবার প্রতিটি মঠমন্দিরে, বিশেষ করে স্বয়ম্ভুনাথ মন্দির, বিরূপাক্ষ ও চন্দ্রনাথ মন্দিরে নারী-পুরুষের জন্য আলাদা আলাদা সারি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, পুলিশের পক্ষ থেকে মহাসড়ক থেকে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত যতগুলো উঠানামার পথ রয়েছে, সব পথে তাঁরা র‌েকি করেছেন। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হবে বলে জানান।
বিশাল এ মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা চ্যালেঞ্জ বলে মনে করেন মেলা কমিটির কার্যকরী সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। তাঁরা বলেন, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন তাঁরা। তীর্থযাত্রীরা কোনো রকম বিড়ম্বনা ছাড়াই তীর্থদর্শন সম্পন্ন করে ফিরে যেতে পারবেন নিজ গন্তব্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254