তোমার দীপ্ত উচ্চারণে
আরিফ চৌধুরী
( হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা)।
তুমি বটবৃক্ষের মতো বিস্তৃত
করেছিলে তোমার বুক
সকল ভালোবাসায় জড়িয়ে
নিয়েছিলে বলেই
আমরা পেয়েছিলাম জোছনার দীপ্তিময় আলো
নতুন পথচলার সাহস।
তুমি এসেছিলে বলেই
পেয়েছিলাম গৌরবের মানচিত্র
মুক্ত স্বাধীন দেশ
লাল সবুজের পতাকা
অনাবিল মুক্ত স্বাধীনতা
শোণিতে বুকের কাছে পেয়েছিলাম
সাহস ও দীপ্ত অহংকার।
তোমার দীপ্ত আহবানে
জেগে উঠেছিলো সাত কোটি জনতা
পেয়েছিলো জীবনের মুক্ত স্বাধীনতা।
আবার আসো যদি এ বাংলায়
তোমার পদধ্বনিতে তোমার কন্ঠে
উজ্জীবিত হবে নতুন আহবান
তোমার দীপ্ত উচ্চারণে
নতুন প্রাণে, মননে জাগবে নতুন আলো,
আমাদের মৌলিক স্বত্বায়
প্রবাহিত হবে নতুন পথচলার সাহস
সকল বৃত্ত ভেঙে সকল
আঁধার পেরিয়ে
আমরা নতুন এক পরিচয়ে ধ্বনিতে জাগিয়ে সাহস
আমরা ফিরে পাবো দৃপ্ত অহংকার।।
Leave a Reply