নকুল চৌধুরীঃ- চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত কাট্টলী তে মহাতীর্থ বারনী স্নান উদযাপন পরিষদের প্রস্তুতি সভা গত ১৯ মার্চ ২০২১ সংগঠনের সভাপতি ডাঃ বিজন কান্তি নাথ এর সভাপতিত্বে কাট্টলী মহাশ্মশানে অনুষ্ঠিত হয়, পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাবুল দেব নাথ,ডাঃ ননী গোপাল দাশ, দুলাল কৃষ্ণ ভৌমিক, সুভাষ চন্দ্র ধর,উপদেষ্টা পুলিন চন্দ্র দাশ,দুলাল চন্দ্র দে,অলক নাথ চৌধুরী, শান্তি কুমার নাথ, সুনিল বরন দাশ,সুনীল মজুমদার মনা,সুজিত দাশ,বাবুল কান্তি নাথ,সমর কান্তি দাশ,কান্ত লাল দাশ,দীলিপ দাশ, প্রকৌশলী সীতানাথ ভূমিক,প্রদীপ কান্তি নাথ, মুকুল কান্তি নাথ, উদয়ন কান্তি নাথ, বিকাশ মজুমদার, সুধীর চন্দ্র দাশ,টিটু চৌধুরী, রাজীব ধর, জহরলাল নাথ,রিপন চৌধুরী, প্রবাল ভট্টাচার্য, জগদীশ দাশ জগত, কৌশিক দেবনাথ, মানিক দত্ত, বিকাশ কান্তি নাথ, প্রমুখ, সভায় আসন্ন মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কাট্টলী রানী রাসমনি ঘাটে বারুণী স্নান উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply