1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

আজ বিশ্ব মা দিবস।

অরিন চৌধুরী।
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৯৯ বার পঠিত

আজ আন্তর্জাতিক মা দিবস।
অরিন চৌধুরী।

আজ মা দিবস,এই দিনটি কে ঘিরে সকল মা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়, আমাদের সবার জীবনের একমাত্র ভরসার জায়গা হলো মা। আর মায়ের সম্মানে একটি বিশেষ দিন পালন করা হয়, “মা দিবস”। এই দিনটিতে মায়ের জন্য বিশেষ কিছু করে থাকে তার সন্তানরা, তাকে ধন্যবাদ জানান, ভালোবেসে জড়িয়ে ধরেন। কিন্তু দিনটির গুরুত্ব আসলে কী তা আসলে অনেকে জানেন না ? জানলেও অনেকে তা পালন করে না।

প্রথম দিকে ওই বিশেষ দিনটিতে শুধুমাত্র মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হতো। তবে পরবর্তীতে মাতৃসম যেকোনো নারীকে সম্মান জানানোর প্রচলন দেখা যায়। বর্তমানে ৪০টিরও বেশি দেশ ওই উৎসব পালন করে থাকেন। মে মাসের দ্বিতীয় রবিবার-ই আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। তবে অনেক দেশই অন্যদিনকে উৎসর্গ করেছে মায়েদের জন্য। সাধারণত মার্চ কিংবা মে-তেই পালিত হয় ”মাদার্স ডে”/ “মা দিবস”।

১৯০৭ সালের ১২ মে প্রথমবার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে ‘মাদার্স ডে’ পালিত হয়েছিল। অ্যানা জার্ভিস নামের এক মার্কিন নারী তার মা অ্যান মারিয়া রিভস জার্ভিসের মৃত্যুদিনটি একটু অন্যভাবে পালন করার কথা ভেবেছিলেন। তিনি নারীদের জন্য কাজ শুরু করেন। ছোট ছোট ওয়ার্ক ক্লাব বানিয়ে সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করতেন তিনি।

একদিন ছোট মেয়েটির সামনেই ধর্মপ্রাণ অ্যান হাত জোড় করে বলেছিলেন, ‘আমি আশা করি, প্রার্থনা করি, একদিন কেউ না কেউ, কোনো মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক। কারণ তারা প্রতিদিন মনুষ্যত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন। এটা তাদের অধিকার’। মায়ের প্রতিটি শব্দ মনে রেখেছিলেন অ্যানা। আর সেই কারণেই অ্যানের মৃত্যুর দিনটিকে (১২ মে, ১৯০৭) সারাবিশ্বের প্রতিটি মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। তারপর থেকে মায়েদের প্রতি সম্মানে সহিত পালিত হয়ে আসছে মা দিবস।নিখাদ ভালবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা মা। আমাদের মায়েরা সবসময় ভালো থাকুক,আমাদের ভালোবাসায় রাখুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254