1. sajalnath8181@gmail.com : admin2020 :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

নয়ন নাথ।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩১৯ বার পঠিত

থেমে গেছে পৃথিবী।
কলমেঃ-সজল কুমার নাথ।

হটাৎ করে থেমে গেছে মায়াময় পৃথিবী
থেমে গেছে গুছানো জীবনের গতি
থেমে গেছে পথ, থেমে গেছে গতিময় আলো
পথ চলার মাঝে, পোড়া মাটির গন্ধ বাতাসে উড়ে।

আমি নিস্তব্ধ, আমি হতভম্ব
আমার মাঝে আমি নেই বললেই এখন চলে
আমি দেখছি, আমি উপলব্ধি করছি,
আমার পৃথিবী ঘুমিয়ে আছে একাকিত্ব হয়ে।

হটাৎ কেমন জানি পৃথিবীর আলো
গতিময় পথে অন্ধকার নেমে এসে অশ্রু জল ভাষায়
সূর্যও উঠছে, চাঁদও উঠছে নিয়মের গতিতে
তবুও পৃথিবীর বুকে পোড়া মাটির গন্ধ বাতাসে উড়ছে।

কাছের মানুষ গুলোর হাসি মুখ খানি থেমে গেছে
কেমন জানি তারা দেখেও না দেখার বায়না ধরছে
পাখিরা বাসা বুনছে নিঃসঙ্গ তাল গাছটার ডালে ডালে
পাখিরা সব উড়ছে শুধু থেকে গেছে মানুষ গুলো পোড়া মাটির গন্ধে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254