1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

আমার রবীন্দ্রনাথ — লহ প্রণাম

মধুবন্তী আইচ।
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৫৮ বার পঠিত

“আমার রবীন্দ্রনাথ — লহ প্রণাম”
কলমেঃ- মধুবন্তী আইচ।

“রবীন্দ্রনাথ ঠাকুর” এমন একটি নাম যা শুধু একজন ব্যক্তি বিশেষের নয়, সমগ্র একটি জাতির পরিচয়বাহক। প্রায় প্রত্যেক বাঙালিরই এই নামটির সাথে পরিচয় হয় শৈশবে ‘আমাদের ছোটো নদী’র আঁকেবাঁকে কিংবা পদ্মাপাড়ের বক্সিগঞ্জের হাটের মাঝে দূর দেশী কোনও রাখল বালকের বাঁশির সুরে।

তারপর জীবনের পথে যতই এগিয়ে চলি ততই আমাদের চিন্তা-ভাবনায়, মননে, মননশীলতায় ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এই নামটি। আনন্দমুখর উৎসবের দিনেই হোক কিংবা অশ্রুসজল দুখরজনী ভুলবার প্রচেষ্টা, প্রেমাস্পদের ভাবনায় নিজেকে হারিয়ে খুঁজে ফেরাই হোক বা বিরহকাতর বর্ষণমুখর দীর্ঘ কোনও এক দিনে একটু শান্তি খুঁজে পাওয়ার আশা, অথবা মৃত্যুবিচ্ছেদের অসহনীয় যন্ত্রণা ভুলে জীবনকে নতুন করে দেখার চেষ্টা — আশ্রয়স্থল একটিই নাম “রবীন্দ্রনাথ”।

আবার প্রতিবাদমুখর প্রাণে ভাষা জোগানো কিংবা দেশ-দেশান্তরের মানুষের মধ্যে মৈত্রী স্থাপন — সেখানেও তাঁর উপস্থিতি সমুজ্জ্বল। কখনও তিনি গুরুদেব, কখনও পথপ্রদর্শক, কখনও খুব নিকট কোনও বন্ধু। জীবনের বিভিন্ন বাঁকে বিভিন্ন রূপে তাঁর দেখা পাওয়া যায়। তাঁর রচনা সমূহের মাধ্যমে নিজেকে উপলব্ধ করা যায়।

তাঁর রচনা, গান, কবিতা যতবার পড়ি বা শুনি, ততবারই নতুন করে বিস্ময় জাগে এই ভেবে যে, আমরা প্রত্যেকটি মানুষ পৃথক হওয়া সত্ত্বেও একজন মানুষের সৃষ্টির মাঝে কিভাবে যেন আমরা একাত্ম হয়ে যাই! কোন্ মন্ত্রবলে তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে, তাঁর সময়ের পর এত বছর অতিক্রম করেও, এই শতাব্দীর অত্যাধুনিক মানবজাতির অন্তরকেও স্পর্শ করতে সক্ষম হন?

দেশ-কাল-সময়ের বাধা অতিক্রম করতে পেরেছেন বলেই তাঁর গড়ে তোলা সংস্কৃতি এত স্বতন্ত্র। কবিগুরু হয়েও তিনি প্রত্যেক সাহিত্যস্রষ্টার এবং সাহিত্যপ্রেমীর অনুপ্রেরণা। ধ্রুবতারাসম উজ্জ্বল মহামানব হয়েও প্রত্যেকের হৃদয়ের খুব কাছেই তাঁর অধিষ্ঠান — ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’ তিনি আমাদের সবার বন্ধু, সকলের প্রানসখা। আজও তিনি এক এবং একমেবদ্বীতিয়ম্।
তাঁকে প্রণাম।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254