চসিকের কাউন্সিলর-কর্মকর্তাদের একদিনের বেতন যাবে সিলেট বানভাসিদের কাছে।
মুন্নি আক্তারঃ- স্টাফ রিপোর্টার।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের একদিনের বেতন যাবে সিলেটের বানভাসিদের জন্য। এমন বরাদ্দের ঘোষণা দিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এছাড়া সিলেটের বন্যা পরবর্তী চিকিৎসা সেবার জন্য চসিকের একটি মেডিকেল টিমও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুন) চসিকের ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ১৭তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মেয়র রেজাউল বলেন যে সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য চসিকের কাউন্সিলর ও কর্মকর্তাদের একদিনের বেতন বন্যাদুর্গতদের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাছাড়া বন্যা পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য চসিকের একটি মেডিক্যাল টিমও পাঠানো হবে।
Leave a Reply