1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

শ্রী শ্রী রাধাবিনোদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।

নরেণ সাহা
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩২৩ বার পঠিত

শ্রী শ্রী রাধাবিনোদ কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতার ফলাফল প্রকাশ।
নরেণ সাহা।

আজ ২২ জুলাই শুক্রবার শ্রী শ্রী রাধাবিনোদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা ২২ চট্টগ্রাম আন্দরকিল্লা শ্রীগুরুধাম আশ্রম নামক স্থানে অনুষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী তপন কুমার সেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীকান্ত দাস সজল,শ্রী শিপ্লব গুপ্ত, শ্রী সৈকত রায়,শ্রী ছোটন দাশ সীমান্ত,শ্রী বিনোদ নাথ,শ্রী সৈকত দেব মুন্না,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমতি মৌসুমী চৌধুরী, টিভি ও বেতার রবীন্দ্র সংগীত শিল্পী, শ্রীমতি শিলা চৌধুরী টিভি ও বেতার রবীন্দ্র সংগীত শিল্পী, শ্রী শরণ কান্তি শীল সাংস্কৃতিক সম্পাদক শ্রী শ্রী রাধাবিনোদ কেন্দ্রীয় পরিষদ,শ্রী সজল নাথ চেয়ারম্যান kotha71 tv, শ্রীমতি শুক্লা আচার্য্য সদস্য সচিব শ্রী শ্রী রাধাবিনোদ মহালয়া উৎযাপন পরিষদ, শ্রীমতি কৃত্তিকা চক্রবর্তী সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা শ্রী শ্রী রাধাবিনোদ কেন্দ্রীয় পরিষদ, সার্বিক পরিচালনা করেন শ্রী কমলেন্দু শীল যাজক প্রতিষ্ঠিতা সভাপতি শ্রী শ্রী রাধাবিনোদ কেন্দ্রীয় পরিষদ। সঞ্চালনা করেন শ্রী বিজয় দাশ রিকি,রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের নাম প্রকাশ করেছেন উক্ত অনুষ্ঠানের বিচারক মণ্ডলীগন।

বিজয়ীরা হলেন,ক বিভাগঃ-
মেঘান্দ্রিলা ভট্টাচার্য ১ম স্থান
অদ্রিতা ধর ২য় স্থান
সৃষ্টি চৌধুরী ৩য় স্থান
অদিতি দাশ ৪র্থ স্থান
প্রত্যাশা দাশ নিরা ৫ম স্থান

খ বিভাগঃ-
পূর্নতা দাশ ১ম স্থান
বৃন্তা দাশ ২য় স্থান
অর্চি চৌধুরী ৩য় স্থান
নিশাকা বনিক ৪র্থ স্থান
ঐত্রি দত্ত ৫ম স্থান।

গ বিভাগঃ-
উৎস বিশ্বাস ১ম স্থান
কমল দাশ ২য় স্থান
সম্পূর্ণা ভট্টাচার্য্য ৩য় স্থান
ঋদিতা দাশ পূজা ৪র্থ স্থান
শরন ধর ৫ম স্থান

ঘ বিভাগঃ-
অর্পিতা সুশীল ১ম স্থান
প্রেমা মল্লিক ২য় স্থান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254