প্রধানমন্ত্রীর বিশাল জনসভা সফল করার লক্ষ্যে জাতীয় হিন্দু মহাজোটের প্রস্তুতি সভা!
কক্সবাজার প্রতিনিধিঃ- শয়ন দে অপূর্ব।
আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র বিশাল জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ ডিসেম্বর), সকাল ১০ টায় কক্সবাজার শহরের লালদীঘির পাড়স্থ (ব্রাহ্ম মন্দির) শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট রনজিত দাশ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, কক্সবাজার জেলার সভাপতি শ্রী মিটন কান্তি দাশ মিন্টুর সভাপতিত্বে নির্বাহী সভাপতি শ্রী বিপ্লব মল্লিক শুভ এর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সজল কান্তি দে।
এইসময় প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট রনজিত দাশ বলেন, কক্সবাজারের সাড়ে চার লক্ষ হিন্দু সম্প্রদায়কে সাথে নিয়ে আমার দীর্ঘ রাজনীতির পথচলা।
আমি জেলা পুজা উদযাপন পরিষদের দীর্ঘদিন ধরে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। সমাজের সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করছি ।
আপনারা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ ছিলো,এখনো রয়েছে সকলের প্রতি আমৃত্যু কৃতজ্ঞ।
মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজারের বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত করার জন্য আজকের এই সভা।আশা করবো আমরা সবাই এই বিশাল সমাবেশ সফল করবো, সেই সাথে কক্সবাজারের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সনাতনী সম্প্রদায় আওয়ামী লীগ পাগল সেটা মিছিলে মিছিলে যোগদান করে জানিয়ে দিতে প্রস্তুত।
এতে বক্তব্য রাখেন- জেলা জাতীয় হিন্দু মহাজোটের অন্যতম সহ সভাপতি নিখিল দে, আপন দত্ত। সমন্বয়কারী মাস্টার সুজন কান্তি দাশ,সাংগঠনিক সম্পাদক সুজন চক্রবর্তী, দপ্তর সম্পাদক পরিধন কান্তি দে। কক্সবাজার পৌর মহাজোটের সভাপতি প্রতিরোধ পাল রনি,মুখপাত্র লিটন কান্তি ধর, সহ-সভাপতি রাজিব দাশ।
এইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন -নিহার শর্মা, উপ দপ্তর সম্পাদক শয়ন দে অপূর্ব, পৌর দপ্তর সম্পাদক সুমন শর্মা , জেলা ত্রাণ বিষয়ক সম্পাদক ভগীরথ দে জয় দে, বিজয় দাশ পৌর সাংগঠনিক সম্পাদক, দীপঙ্কর মল্লিক ( দীপ রাজ), নিশাত দে, তৃপ্ত মল্লিক, রনি দাশ সভাপতি ২নং ওয়ার্ড, প্রাপ্ত দাশ সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড, টিটু মল্লিক তপন শর্মা, রাম প্রসাদ ছোটন শর্মা, পুনন্দ দাশ ৮ নং সভাপতি, শুভ দে সদর, দেবাশীষ শর্মা, দুলাল শর্মা, নয়ন পাল, বিষ্ণু দাশ সাধারণ সম্পাদক (৯ নং ওয়ার্ড), বিধান পাল (রামু) পরিমল (রামু) রিকু পাল (রামু), বিজয় সং গঠন, রনি মজুমদারসহ প্রমুখ।
Leave a Reply