“চট্টগ্রাম পতেঙ্গা কাঠগড় শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা সংঘের নতুন কমিটির শপথ গ্রহন”
কান্ট্রি এডিটরঃ- রিটন দাশ।
গতকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে কাঠগড় শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্টান অনুষ্ঠিত হয়। কাঠগড় ১নং গলি শ্রী শ্রী লোকনাথ কেন্দ্রীয় মন্দিরে এই অনুষ্ঠান টি অনুষ্টিত হয়।
এতে উপস্হিত ছিলেন ৩১জন বিশিষ্ট নতুন কমিটির সকল সদস্যবৃন্দ। সভাপতি বাবু বিদ্যাপতি মল্লিক(বিল্পব) এর সভাপতিত্বে, বাসুদেব চক্রবত্তীর সঞ্চালনায় সম্পাদক সাজু বৈদ্য,অর্থ সম্পাদক অসিম দেব সহ অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন উপদেষ্টা ডাঃ বি,কে ধর,এবং সার্বিক তত্বাবধায়ক হিসাবে উপস্থিত ছিলেন সর্বশ্রী শ্যামল দে, উত্তম নন্দী, সুমন পাল,শ্যামল মালাকার,রিটন দাশ,হারাধন নাথ,প্রহল্লাদ মজুমদার,রাখাল চন্দ্র নাথ,ঝুন্টু চৌধুরী,সুমন দাশ,বিশু দত্ত,শিবু মজুমদার,নিত্য ধর।
আলোচনায় আগামী দিন গুলোর কার্য্যকলাপ দিকনির্দেশনা,ও তীর্থযাত্রা নিয়ে আলোচনা করা হয়।সভাপতির বক্তব্যে বাবু বিদ্যাপতি মল্লিক আগামীতে মন্দির উন্নয়ন কাজের প্রথমে বাবা লোকনাথের পাথরের বিগ্রহ স্থাপন ও নবগঠিত কমিটির সকল সদস্য বৃন্দ কে নিয়ে মন্দিরের অসমাপ্ত কাজ গুলো এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব প্রধান করেন সম্পাদক সাজু বৈদ্য সবাইকে সম্মিলিত ঐক্যবদ্ধ ভাবে সংগঠন পরিচালনা করার জন্য আহবান করেন।পরিশেষে উপদেষ্টা ডাঃ বি,কে ধর বক্তব্য প্রদান করেন, এবং সবাইকে মিষ্টি বিতরণের মধ্যে অনুষ্টানের সমাপ্তি ধোষনা করা হয়।
Leave a Reply