1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

শয়ন দে অপূর্ব
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

অভিনন্দন ও শুভেচ্ছা রইল

প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী বাণী অর্চনা পূজা।

কক্সবাজার সদর উপজেলা অন্তর্ভুক্ত খুরুশকুল, উত্তর হিন্দু পাড়া শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী বাণী অর্চনা পূজা ২০২৩ কমিটি।

গত ১১- নভেম্বর -২০২২ইং , কেন্দ্রীয় হরি মন্দিরে স্বরসতী পূজার সাবেক সভাপতি /সাধারণ সম্পাদক ও সন্মানিত উপদেষ্টা মন্ডলী এদের উপস্থিতিতে এক মিটিং করা হয়। এবং এতে সবার সাপক্ষে নবনির্বাচিত কমিটি করা হয়।

উক্ত নবনির্বাচিত কমিটি ২০২৩ ইং এর
সভাপতি, রকি দে
সাধারণ সম্পাদক, বিপ্লব দে
অর্থ সম্পাদক, শয়ন দে( অপূর্ব)

উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন -সন্মানিত উপদেষ্টা মন্ডলী, শ্রী বাসু রাম দে, (উপজেলা প্রশিক্ষক), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শ্রী রুবেল কান্তি দে-বিশিষ্ট চাকরি জীবি,
খোকন কান্তি দে- (বিশিষ্ট ব্যাবসায়)সুমনা গ্লাস এন্ড থাই এ্যালুমিনিয়াম, রুবেল দে, বিশিষ্ট চাকরি জীবি,
এতে আরো উপস্থিত ছিলেন – শ্রী শ্রী বাণী অর্চনা পূজার (সাবেক সফল সভাপতি) বর্তমান উপদেষ্টা -শ্রী নয়ন কান্তি দে, ( সাবেক সহ-সভাপতি) ও বর্তমান উপদেষ্টা – শ্রী কাজল কান্তি দে, (সাবেক সফল সাধারণ সম্পাদক) ও বর্তমান উপদেষ্টা – শ্রী অভি দত্ত, (সাবেক সফল অর্থ সম্পাদক) ও বর্তমান উপদেষ্টা – শ্রী প্রেমানন্দ দে, (সাবেক সভাপতি)- জয় দে, (সাবেক সাধারণ সম্পাদক) – প্রণব কান্তি দে, (সাবেক সাধারণ সম্পাদক) – অঙ্কন দে, এবং উপস্থিত ছিলেন – রাজু দে, আকাশ দে,সাগর দে,উৎসব দত্ত সহ প্রমূখ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এবং সর্বপুরী নবনির্বাচিত কমিটিরা বলেন আমরা অন্যান্য বারের চেয়ে এবারে বড় করে সুন্দর ও সফল ভাবে আপনাদের পূজা উপহার দেওয়ার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254