নটরাজ সংগীত একাডেমির বার্ষিক সমাপনী পরীক্ষা।
রিটন দাশ কান্ট্রি এডিটর
গত ৩০/১২/২০২২ ইং তারিখে চট্টগ্রাম পতেঙ্গা উচ্চ বিদ্যালয় নামক স্থানে নটরাজ সঙ্গীত একাডেমির ছাত্র/ছাত্রীদের বার্ষিক সমাপনী লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়। সঙ্গীত,নৃত্য সহ তবলা,গীটার বিয়য়ে লিখিত পরীক্ষা হয়। এতে তবলা প্রশিক্ষক সজল দাশ,গীটার প্রশিক্ষক মুজিবুর আলম নোবেল এবং আখেরুনেছা পরিক্ষা পর্য্যবেক্ষনের দায়িত্ব পালন করেন।পরিক্ষা পরিচালনায় ছিলেন নটরাজ সঙ্গীত একাডেমি’র অধ্যাক্ষ সুমন তালুকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন কথা৭১টিভির কান্ট্রি এডিটর রিটন দাশ।এতে ছাত্র ছাত্রী সহ অভিভাবক মিলে প্রায় ৪০০ লোক উপস্থিত ছিলেন। পরে ব্যবহারিক এবং মৌখিক পরিক্ষা শুরু হয় নটরাজ সঙ্গীত একাডেমীর নিজস্ব একাডেমি ভবনে।এতে বিচারক হিসাবে বাংলাদেশ টিভিও বেতার শিল্পী সীমা হোড়, মিতালী রায়, অপুর্ব বড়ুয়া,সজল দাশ,মুজিবুর আলম নোবেল পরিক্ষা পরিচালনা করেন।এতে পর্য্যবেক্ষক হিসাবে উপস্হিত ছিলেন কথা৭১টিভির চেয়ারম্যান সজল কুমার নাথ।শান্তিপুর্ন পরিবেশে পরিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
Leave a Reply