1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

কক্সবাজার জেলা হিন্দু মহাজোট এর শোক প্রকাশ।

শয়ন দে অপূর্ব
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

মনিন্দ্র কুমার দে’র মৃত্যুতে কক্সবাজার জেলা হিন্দু মহাজোট এর শোক প্রকাশ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, কক্সবাজার জেলা শাখর দপ্তর সম্পাদক পরিধন কান্তি দে’র পিতা মনিন্দ্র কুমার দে (৮৫) আর নেই। তিনি আজ মঙ্গলবার (১৮/০৪/২০২৩) বেলা ১২ঃ৩০ ঘটিকার সময় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( দিব্যাং লোকান্ স্বঃগচ্ছতু)।
তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের সাম্পানঘাট গ্রামের বাসিন্দা স্বর্গীয় যোগেন্দ্র দে পুত্র। মৃত্যুকালে তিনি ৩ পুত্র,৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ বিকাল ৫ ঘটিকার সময় খুরুশকুল কেন্দ্রীয় মহাশ্মশানে ( কৃষ্টের দোকান সংলগ্ন) তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট , কক্সবাজার জেলা শাখার সকল নেতৃবৃন্দের পক্ষে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁহার সদগতি কামনা করেছেন সভাপতি- মিটন কান্তি দাশ মিন্টু , সাধারণ সম্পাদক – সজল কান্তি দে ।

নিবেদক: শয়ন দে (অপূর্ব) -(উপ-দপ্তর সম্পাদক)
কক্সবাজার জেলা হিন্দু মহাজোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254