ত্রিকলা সংগীত একাডেমির বর্ষপূর্তি উদযাপন ২০২৩।
আজ শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় চট্টগ্রাম হেম সেন লাইন সেন্ট টমাস টিউটোরিয়ালের পাশে অবস্থিত ত্রিকলা সংগীত একাডেমিতে একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে সংগীত,নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সনদ বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী বাবু চন্দ্র মোহন নাথ, মানিক নাথ, সেন্ট টমাস টিউটোরিয়ালের উপাধীক্ষ্যা মুক্তা বড়ুয়া,উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ বাবু পরিমল দত্ত তারা উভয়েই নিজের নিজের বক্তব্য প্রদান করেন, অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় ছিলেন শক্তি ভট্টাচার্য ব্যাংক কর্মকর্তা।
অনুষ্ঠান টি আয়োজনে ত্রিকলা সংগীত একাডেমির অধ্যক্ষা এবং সংগীত শিক্ষিকা সোমা দেবী আর সহ অধ্যক্ষা এবং নৃত্য শিক্ষিকা মৌসুমী দেবী।
অনুষ্ঠান সহযোগিতায় আরো যারা ছিলেন ড্রইং শিক্ষিকা তিথি দাশ,তবলা প্রশিক্ষক সেতু ধর এবং গিটার শিক্ষক বিজয় দাশ প্রমুখ।
Leave a Reply