ব্যবসায়ীদের সেবক হয়ে পাশে থাকতে চায় আবুল কালাম আজাদ।
======================
আবুল কাসেম, সাতকানিয়া প্রতিনিধি:
======================
২৫শে সেপ্টেম্বর ২০২৩ ইং অনুষ্টিত হতে যাচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দস্তিদারহাট ব্যবসায়ী সমিতি লি: এর কার্যকরি পরিষদের ত্রি বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে ছাতা মার্কা প্রতিক নিয়ে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দস্তিদারহাট রিহাম এন্টার প্রাইজ’র স্বত্তাধিকারী বর্তমান সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ বলেন বিগত নির্বাচনে সকল ব্যবসায়ীদের ভোটে এবং সার্বিক সহযোগিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, নির্বাচিত হওয়ার পর যতটুক পেরেছি সুখে দু:খে যে কোন সময় ব্যবসায়ীদের পাশে ছিলাম। এবারের নির্বাচনে সকলের দোয়ায় সভাপতি পদপ্রার্থী হয়েছি, বিগত দিনের মত ব্যবসায়ীরা যদি ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন তাহলে দস্তিদারহাট ব্যবসায়রীদের পাশে থেকে সকলের মতামতের ভিত্তিতে আরো উন্নয়ন করার সুযোগ হবে, তাই আগামী ২৫শে সেপ্টেম্বর ছাতা মার্কায় ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করে উন্নযনের ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন। কয়েকজন ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন আবুল কালাম আজাদ একজন সহজ সরল ও সাদা মনের মানুষ, সাধারণ সম্পাদক পদে দায়ীত্ব পালন করা অবস্থায় ব্যবসায়ীদেরকে প্রচুর পরিমান সময় দিয়েছে, যে কোন সময় দু:সময়ে ওনাকে আমরা কাছে পেয়েছি।
Leave a Reply