ইলেক্ট্রেশিয়ানদের সাথে মত বিনিময় সভা করেন আরএফএল কোম্পানি
আবুল কাসেম, সাতকানিয়া।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দস্তিদারহাট রিহাম এন্টার প্রাইজের উদ্যেগে প্রাণ আর এফ এল কোম্পানির পক্ষ থেকে কর্মরত ইলেক্ট্রেশিয়ানদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ২১শে নভেম্বর ২০২৩ ইং মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় অনুষ্টিত মত বিনিময় সভায় এস আর শাহিন আহামদ এর সঞ্চালনা রিহাম এন্টার প্রাইজের সত্বাধিকারী (ডিলার) আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএম জিয়াউর রহমান ডিভিশনাল ম্যানেজার। আরো উপস্থিত ছিলেন মো: মামুন আলি জোনাল ম্যানেজার, এসআর শাহীন আহামদ, এসআর দুলাল হোসেন। এসময় স্থানীয় কর্মরত ইলেক্ট্রেশিয়ানদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন প্রান আরএফএল কোম্পানি দেশের একটি সুনামধন্য কোম্পানি, আপনাদের সহযোগিতায় আরো এগিয়ে যাওয়ার দৃঢ বিশ্বাস। এসময় প্রান আরএফএল ভিগো ইলেক্ট্রিক পাইপ এন্ড ফিটিং’স এবং কোম্পানির বিভিন্ন পন্যের উপর আলোচনা করা হয়। এসময় সকল ইলেক্ট্রেশিয়ানও তাদের সুনিধা অসুবিধার কথা তুলেন। মতবিনিময় সভা শেষে প্রান এরএফএল কোম্পানির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ ও মেজবানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply