অবশেষে চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া সহ আশে পাশের সাধারণ জনগনের দাবি পুরনে রেল লাইনে ৬মিটার করে ৪টি কালবার্ট ব্রীজের কাজ শুরু করেছে রেল কতৃপক্ষ। সরেজমিনে দেখা যায় চট্টগ্রামের সাতকানিয়া তেমুহানী এলাকায় রেল লাইন সড়কটি যে পরিমান উঁচু হয়েছে সেপরিমানে কালবার্ট ব্রীজগুলো ছিল ছোট, যার ফলে বন্যার সময় পানি প্রবাহিত না হওয়ায় বন্যার পানিতে ভয়ানহ ক্ষতি হয়েছে কেঁওচিয়া তেমুহানী, মাহালিয়া, বাজালিয়া , ধর্মপুর, কালিয়াইশসহ আশে পাশের বিভিন্ন ইউনিয়নের জনসাধারনের। তাই বন্যার পানি থেকে বাঁচতে রেল লাইনের ছোট কালবার্ট ব্রীজ আরো বড় করনের দাবিতে মন্ত্রনালয় বরাবর স্বাররক লিপি এবং কয়েকবার মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন স্থানীয় সর্বস্তরের জনগন। বহু জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে চট্টগ্রাম ১৪ আংশিক সাতকানিয়া চন্দনাইশ ঘেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি ও ১০নং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওচমান আলির সার্বিক সহযোগিতায় রেল লাইনে কালবার্ট ব্রীজের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এই কালবার্ট ব্রীজ বড় করে হওয়ায় স্বস্তি ফিরে আসে সর্ব জনসাধারনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশে বিনির্মানে একের পর এক উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে গোটা দেশ জুড়ে। এরই মধ্যে আরো একটি স্বপ্ন বাস্তবায়ন হলো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। ১২ই নবেম্ভর ২০২৩ইং রেল লাইনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply