দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দস্তিদারহাটে শুভ উদ্বোধন করা হয়েছে আরএফএল একস্লোসিভ শো রুম। ৭ই ডিসেম্বর ২০২৩ইং বৃহস্পতিবার দুপুর ১২টায় দস্তিদারহাট রিহাম এন্টারপ্রাইজ হলরুমে অনুষ্টিত উদ্বোধনি অনুষ্টানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবদুল করিম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম মোহাম্মদ ইউচুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম আবু বক্কর ছিদ্দিক, জোনাল ম্যানেজার মোহাম্মদ শাওন আলম, এসআর মোহাম্মদ দুলাল হোসেন, ডিলার আবুল কালাম আজাদসহ স্থানীয় কর্মরত ইলেক্ট্রশিয়ান বৃন্দ। এসময় জিএম মোহাম্মদ ইউচুপ কর্মরত ইলেক্ট্রশিয়ানদের উদ্দেশ্য বলেন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্টান আরএফএল কোম্পানির বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী সারা দেশে ব্যপকহারে জনপ্রিশতা অর্জন করে আসছে, ডিলার আবুল কালাম আজাদের শো রুমে আরএফএল এর সকল প্রকার ইলেক্ট্রিক সামগ্রী পাওয়া যাবে, আপনাদের সহযোগিতায় সাতকানিয়াবাসীর কাছে প্রতিটি কাজে আরএফএল কোম্পানির পন্য পৌছে যাবে বলে আশা করি।
Leave a Reply