চট্টগ্রাম সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় পাঁচ দোকানে জরিমানা।
আবুল কাসেম, সাতকানিয়া প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাস ষ্টেশন ও বোমাং হাটে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ দোকানদারকে জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
৯ই ডিসেম্বর ২০২৩ ইং বিকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে বাজালিয়া স্টেশন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।
এসময় দ্রব্যমূল্যের তালিকা না থাকায় এবং পেঁয়াজের মজুদ ও দাম নিয়ে কারচুপির দায়ে পাঁচটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ন্যায্যমূল্যে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য দোকানীদের নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ ইমন, পিতা- মোঃ আমিন কে ৩০০০ টাকা, আব্দুল জলিল, পিতা- আবদুল গফুর কে ৫০০০ টাকা, পিন্টু লাল দাস, পিতা- মোহন লাল দাস কে ২০,০০০ টাকা, মোঃ আবদুস সাত্তার, পিতা- মৃত সাচি মিয়া কে ২০০০ টাকা এবং শহীদুল ইসলাম, পিতা- নুর হোসেন কে ২০০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আরফাত সিদ্দিকী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম।মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
Leave a Reply