চট্রগ্রামের সীতাকুণ্ড মাত্র ৪ ঘন্টার ব্যবধানে দুর্বৃওদের হাতে খুন হলো ২ জন।
টুটুল কর্মকার।
চট্রগ্রাম সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নে লালানগর গ্রামের নুর মোস্তফা বজল, ও সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীরকে খু-ন করেছে দু-র্বৃত্তরা। রোববার ৪ ঘন্টার ব্যবধানে এই হ-ত্যাকান্ডের ঘটনা ঘটেছে।চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্পত্তির বিরোধ নিয়ে যুবদল নেতাকে কুপিয়ে খুন করলেন তার মামাতো ভাই।রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বৈদ্য পুকুর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম বজলুর রহমান তিনি বৈদ্য পুকুর গ্রামের মৃত মজিবুল হকের পুত্র। তিনি স্থানীয় যুবদলের নেতা ছিলেন। অভিযুক্ত হত্যাকারী একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে তৌহিদ।সীতাকুণ্ডে স্থানীয় যুবদল নেতা হত্যার ৪ ঘণ্টার মধ্যে খুন হলেন অপর এক যুবলীগ নেতার ছোট ভাই। নিহত ব্যক্তির নাম মো. আলমগীর (৩২)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গামারি তলা এলাকার মৃত আফাজউল্লাহর পুত্র ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীরের ছোট ভাই।রবিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিহতের নিজ বাড়ির পাশে এই ঘটনা
ঘটে। রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর একজন মোদি দোকানদার।
পার্শ্ববর্তী ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপর ইউপি সদস্য অহিদুল ইসলাম বলেন, নিহত আলমগীর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীরের ছোট ভাই এবং একজন মুদি দোকানদার। আবুল খায়েরের কারখানার সামনে তার একটি মুদির দোকান রয়েছে।উভয় বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক পুলিশের টিম পাঠানো হয়েছে। আমরা ঘটনাটি গুরত্বসহকারে দেখছি।
Leave a Reply