চট্টগ্রাম সাতকানিয়ায় এক বাড়িতে ডাকাতি মোটর সাইকেলসহ মালামাল লুট।
আবুল কাসেম, সাতকানিয়া প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত জনার কেঁওচিয়া উত্তর ডেলি পাড়া আব্দুচ ছমদ এর বাড়ি ডাকাতি হয়েছে বলে জানা যায়। ১১ই আগষ্ট ২০২৪ ইং রবিবার দিবাগত রাত অনুমান ২টার সময় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এসময় ঘরে ঢুকে মাকসুদুল আলম নামের এক ব্যাক্তির ১টি সুজিকি জিক্সার মোটরসাইকেল চট্ট মেট্রো ল ১৯৩৬৩৬, ২টি দামি মোবাইল ফোন এবং নগদ কিছু টাকাসহ প্রায় ৫/৬ লক্ষটাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ মাকসুদুল আলম বলেন প্রতিদিনের মত ব্যক্তিগত কাজ সেরে রাতে মোটর সাইকেল নিয়ে বাড়িতে আসেন। খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পরলে রাত অনুমান ২টার দিকে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি করে সব কিছু নিয়ে যায় ডাকাতরা। মাকসুদুল আলম আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের পর চারদিকে আইন শৃঙ্খলা পরিস্থি অবনতি হলে সেই সুযোগে পূর্বের পরিকল্পিত ভাবে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ডাকাতি করে নিয়ে যাওয়া মালামাল, মোটর সাইকেল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সাতকানিয়ায় দায়ীত্বরত বাংলাদেশ সেনাবাহিনী ও থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মাকসুদুল আলম।
Leave a Reply