1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

রাউজান প্রেসক্লাবের বর্ষপঞ্জিকা ও শীতবস্ত্র বিতরণ।

যীশু সেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পঠিত

রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকা মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা।

সাংবাদিকরা সমাজের অগ্রগতির ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকা মোড়ক উম্মোচন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান একটি স্মরণীয় আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন- সাংবাদিকতা সমাজের অগ্রগতির পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকা একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি হিসেবে গণমাধ্যমের উন্নয়নকে উদ্ভাসিত করছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের প্রেরণা প্রদান করে এবং গণমাধ্যমের পেশা দায়িত্বে একটি নতুন মাত্রা যোগ করে। সাংবাদিকরা সমাজের অগ্রগতির ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ।
সমাজের সমস্যা, উন্নয়ন, দুর্নীতি ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করে সাংবাদিকতা। এর মাধ্যমে জনগণ তথ্য পেয়ে সচেতন হয়ে ওঠে এবং সরকারের কাছে দাবি জানাতে সক্ষম হয়। বক্তারা আরো বলেন- শীতে হতদরিদ্রদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রাউজান প্রেস ক্লাবের এই উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতার একটি ভালো উদাহরণ। তারা আরও বলেন, সমাজের উন্নয়ন ও মানবিক সহায়তায় এই ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। সাংবাদিকরা সমাজের সঠিক চিত্র উপস্থাপন করে, যা ন্যায়ের প্রতিষ্ঠা এবং উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই, সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, এটি একটি শক্তিশালী সামাজিক শক্তি, যা সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। সাংবাদিকরা জাতির বিবেক। মানবিক কল্যাণে সাংবাদিকতা উৎসর্গ করাই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা। সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক বটে। তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে সত্য উদঘাটনের দায়িত্ব পালন করে থাকেন। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের পেশা এক ও অভিন্ন। রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তনে এক যোগে কাজ করা দরকার।
গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাউজান প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকা মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। সংগঠনের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী,
হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার, চট্টগ্রাম কিউ সি গ্রুপ অফ কোম্পানীর জেনারেল ম্যানেজার জে এ এম ইকবাল হাসান, বিএনপি নেতা দিদারুল আলম চেয়ারম্যান, আবুল কাসেম, মোঃ কামাল মিয়া, পেয়ার মোহাম্মদ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউছুফ উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, হাবিবুর রহমান, যীশু সেন, সিনিয়র সদস্য এম কামাল উদ্দিন হাবিবী, জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী,সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, অর্থ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সদস্য আরফাত হোসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, সাংবাদিক মিলন বৈদ্য, সোহেল রানা, সন্জয় বড়ুয়া মুন্না প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254