1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

পটিয়া মুন্সেফ বাজারের টাইলস স্থাপন কাজের উদ্বোধন

শেখ শহীদুল হক বাবলু
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪০ বার পঠিত

চট্টগ্রাম পটিয়া মুন্সেফ বাজারের টাইলস স্থাপন কাজের উদ্বোধন করলেন ইউএনও ফারহানুর রহমান মহোদয়।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী শুকর আলী
মুন্সেফ বাজারে পৌরসভার অর্থয়ানে ৩২ লক্ষ টাকার প্রকল্প শুরু হচ্ছে শিগগিরই। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ১০০ মিটার রাস্তা, ১০০ মিটার নালার কাজ শেষ হয়েছে। এখন পুরো বাজার জুড়ে টাইলস বসানোর কাজ শুরু হবে। এর আগে বাজারের ২য় তলায় ব্যাবসায়ি সমিতির উদ্যোগে প্রায় আড়ই লক্ষ টাকার টাইলস বসানো হয়েছে।( ৮ জুলাই মঙ্গলবার) বিকেলে এ কাজ পরিদর্শন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারহানুর রহমান মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর সচিব আলহাজ্ব নেজামুল হক মহোদয় , নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার মিজানুর রহমান খন্দকার মহোদয় , পটিয়া দোকান মালিক সমিতির সভাপতি হাজী এম এ ইউসুফ মহোদয় , সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম (খোকন) মহোদয় , সিনিয়র সহ সভাপতি ওসমান গণী খসরু মহোদয় , শুকর আলী মুন্সেফ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবদুল হামিদ মহোদয় , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান মহোদয় , সদস্য জামাল উদ্দিন মহোদয় ,আবু সৈয়দ মহোদয় , আতাউর রহমান মহোদয় , বাবু চিত্ত দাশ মহোদয় , মোহাম্মদ আইয়ুব মহোদয় ,পৌর কার্যসহকারী তদারকি নজরুল ইসলাম মহোদয় প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারহানুর রহমান’কে সেবা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254