1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

পাইকগাছার মঠবাটীতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার।

দীনেশ চন্দ্র রায়
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পঠিত

খুলনা পাইকগাছার মঠবাটীতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার, মূল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর অভিযোগ,গা ঢাকা দিয়েছে।
দীনেশ চন্দ্র রায়,পাইকগাছা খুলনা প্রতিনিধি পাঠানো তথ্য মতে ।

পাইকগাছার মঠবাটী গ্রামে দেশীয় তৈরি পাইপগান, গোলাবারুদ উদ্ধার প্রতিবেশী দিলীপের ষড়যন্ত্র স্বীকার রসময় বিশ্বাস সহ ৩ জনের মুক্তি দাবি পূর্বক ষড়যন্ত্রকারী দিলীপ কে আইনের আওতায় আনার দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার মঠবাটী গ্রামে মৃত অমূল্য বিশ্বাসের ছেলে রসময় বিশ্বাসের সাথে প্রতিবেশী অধির বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাসের সাথে উপজেলার হাড়িয়া মৌজায় ২২ বিঘা জমি নিয়ে গোলমাল গোলযোগ চলে আসছে। দিলীপ বিশ্বাস ও তার পরিবার আওয়ামী লীগ হওয়ার সুবাদে বিগত ১৬ বছর জোর করে ঐ জমি থেকে রসময় বিশ্বাস কে বিতাড়িত করে। দেশের পটপরিবর্তনের হলে এলাকাবাসীর সহায়তায় রসময় বিশ্বাস ও জমি উদ্ধার করে লক্ষ্য লক্ষ্য টাকা ব্যয়ে মৎস্য চাষ করছে। মাছ ধরা শুরু হলে দিলীপ বিশ্বাস উক্ত জমি ৩ বার দখল চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর রসময় বিশ্বাস জব্দ করতে কৌশল করে অস্ত্র ও গোলাবারুদ ম্যানেজ করে তার ভাই উত্তম ও সন্ত্রাসী কাজল কে দিয়ে গত ৮/৭/২৫ তারিখে ভোর রাতে রসময়ের বিল্ডিং বাড়ীতে রাখতে না পেরে পার্শ্ববর্তী নির্মল বিশ্বাসের ছেলে বাইসাইকেল মেরামতকারী দু শিশু সন্তানের পিতা দেব্রত কাঠের ঘরের পাশে গবাদী পশুর মল দিয়ে তৈরি জ্বালানী কাঠের আলগা দেশীয় তৈরি পাইপগান, ককটেল, স্বাদৃষ্য বোমা, গোলাবারুদ সেনাবাহিনী ও পুলিশ দিয়ে উদ্ধার করে। এ সময় দেবব্রত বিশ্বাস কে আটক করে মারপিট করতে থাকে, সেনাবাহিনী তার পর জানতে পারে রসময় বিশ্বাসের ঘর না, রসময় ওর বিল্ডিং বাড়ীতে ঘুমিয়ে আছে। রসময় ও তার ছেলে মটরসাইকেল চালক প্রিতম বিশ্বাস কে আটক করে। সেনা ক্যাম্পে নিয়ে পুলিশে দেয়, পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক ২ টি মামলা করে।এ সব বিষয়ে ভুক্তভোগী পরিবার ও শত শত এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসলাম হোসেন তদন্তে গেলে এলাকাবাসী জানতে পেরে তদন্ত কর্মকর্তার সামনে বিনয়ের সহিত জানান, রসময় বিশ্বাস কৃষক, প্রিয়তম যময শিশু সন্তান পিতা মটরসাইকেল চালক, ২ শিশু সন্তানের পিতা দেবব্রত বোয়ালিয়া মোড়ে বাইসাইকেল মেরামত করে জীবিকা নির্বাহ করে। তারা এ ধরনের লোক না, তারা পার্শ্ববর্তী দিলীপের ষড়যন্ত্রের স্বীকার, তাদের কে অব্যহতি পূর্বক ষড়যন্ত্রকারী কে আইনের আওতায় আনার দাবি জানান। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রসাশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254