সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা।
যীশু সেন,,চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১১ আগস্ট বিকেলে রাউজানের জলিল নগরে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার উপর চরম আঘাত। এ ধরনের ঘটনা আমাদের আতঙ্কিত করে তোলে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে আসে।”
প্রতিবাদ সভা শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন, যা চট্টগ্রাম-রাঙামাটি সড়কে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সাংবাদিক হত্যার বিচার দাবি জানান।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ ও এসএম ইউসূফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, মো. হাবিবুর রহমান ও যীশু সেন, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া। আরও বক্তব্য রাখেন
এয়াছিন শাহ পাবলিক কলেজের শিক্ষক ইয়ার মোহাম্মদ, প্রবাসী মো. হারুন, সংবাদকর্মী মোহাম্মদ জুয়েল সিকদার, মিলন বৈদ্য, সঞ্জয় বড়ুয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা শারমিন এবং অন্যান্য সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসাথে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এসময় তারা সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply