সীতাকুণ্ড প্রতিনিধি টুটুল কর্মকার এর পাঠানো ছবি ও তথ্য।বিস্তারিতঃ-চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ ভোর চারটার নাগাদ ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটে। বিএসআরএম ফ্যাক্টরির ৪০টন মাল বোঝাইকৃত একটি লরি আনুমানিক আজ ভোররাত ৪টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম হতে বারৈয়ার হাট যাওয়ার মাঝে সীতাকুন্ড বাইপাস বাস স্ট্যান্ড এ নিয়ন্ত্রণ হারিয়ে পশ্চিম পাশ হতে রাস্তার মাঝের আইল্যান্ড ভেঙে পূর্ব পাশে ওভার ব্রীজ এর পাশে সোজা নেমে যায় সীতাকুন্ড বাজারের অন্যতম ব্যাস্ত সড়ক নামার বাজার দিকে। এতে প্রায় আট নয়টি দোকান ভেঙ্গে গেলে প্রচুর ক্ষতিগ্রস্থ হয় কয়েকজন দোকানীগন জানান।
স্থানীয় সূত্রে জানা যায় এসব দোকান ভেঙ্গে যাওয়ায় আনুমানিক প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন। কিন্তু ভোররাত হওয়াতে কোন হতাহত ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থদের একজন জানান তার পুরো সংসার চলে এই দোকানের উপর নির্ভর করে। তারমধ্যে ঘোষণা এল দেশ আবার সাতদিনের লকডাউন। দোকান খোলারও তেমন সুযোগ নেই। কোনরকমে সংসার চালানোর সম্বলটুকুও আজ লরি কেড়ে নিয়ে গেল।
দোকান দার বলেন যে এতো বড় ক্ষতি হয়ে গেলেও কোম্পানির পক্ষ থেকে কোন অফিসার বা মালিকও দেখতে আসেনি?
আরো জানান যে, কোম্পানি থেকে একজন লোক ও বাজার কমিটি আলাদা আলাদা ভাবে এসে সকলের নাম ঠিকানা লিখে নিয়ে গেছেন। কিন্তু কেউ এসব ক্ষতির কোন সহায়তার কথা কিছু বলেননি। তাছাড়া এখনো পর্যন্ত হাইওয়ে পুলিশ গাড়িটি সড়াতে সক্ষম না হওয়ায় আমরা আমাদের নির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমান জানতে পারিনি। উক্ত সড়ক দুর্ঘটনার কারণে ৫-৬টি গ্রাম থেকে সীতাকুণ্ডে আসার একমাত্র সংযোগ সড়ক এই নামার বাজার রোড হওয়ায় গ্রাম থেকে কোন সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনে আসতে প্রচুর ভোগান্তির সম্মুখীন হয়েছে বলে উপস্থিত লোকজন জানান, এই দুর্ঘটনার জন্য আজ সারাদিন নামার বাজার সড়কে যান চলাচল একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনা কবলিত লরির মালিক চট্টগ্রামের সীতাকুন্ড ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব দিদারুল আলম দিদার এম, পি মহোদয়ের বলে জানান,আরো জানা যাই যে লরিটি বিএসআরএম এর নিকট মাসিক চুক্তিতে ভাড়া দেন।
এ ব্যাপারে সহকারী সার্জন জানাব মোকাম্মেল সাহেবের সাথে কথা বলে জানা যায়, আনুমানিক ভোর ৪টার সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকয়েকটা দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইতিমধ্যে আমরা লরিটি তোলার চেষ্টা করছি। অতিরিক্ত বড় হওয়ার কারণে আমরা গাড়িখানা উপরে তুলতে প্রচুর বাধাপ্রাপ্ত হচ্ছি। তারপরেও আমরা গাড়িখানা উপরে তুলতে আমাদের সকলপ্রকার চেষ্টা চালিয়ে যাবো বলে জানান।
Leave a Reply