চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেঁউচিয়া গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের পার্থ সারথি পুজোর ৪৭ তম বার্ষিকী ও রাধা গোবিন্দের শ্রীবিগ্রহের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মহতি ধর্মীয় অনুষ্ঠান ও ষোড়শ প্রহরব্যাপি মহোৎসবের আয়োজন করা হয়।
মহোৎসবের সভাপতি বাবু লিটন দত্ত (শিক্ষক অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়)। সাধারণ সম্পাদক বাবু শ্রী উজ্জ্বল কান্তি দাশ।(ভুমি উপসহকারি কর্মকর্তা)
১৬ ফাল্গুন ১৪২৯ বাংলা ১লা মার্চ ২০২৩ইং রোজ বুধবার ঊষালগ্নে নগরকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
সকাল ১০ ঘটিকায় শ্রীমৎভগবত গীতা পাঠ এবংবিকাল ৪টায় শুরু হয় ধর্মীয় সংগীত ও নৃত্য পরিবেশনা “হে গোবিন্দ রাখো চরণে”।পরিবেশনায় শ্রী শ্রী পার্থসারথী গীতা শিক্ষা নিকেতন ও স্থানীয় সঙ্গীত শিল্পীগন।
গোধূলিলগ্নে শ্রী শ্রী মহানাম যজ্ঞের শুভ অধিবাস শুরু হয়। অধিবাস পৌরহিত্যে করেন বৈষ্ণব প্রবর শ্রী বাদল গোস্বামী (অধ্যাক্ষ শ্রীশ্রী পার্থসারথী গীতা শিক্ষা নিকেতন)।
অধিবাস কীর্তনে শ্রী সাগর চক্রবর্ত্তী (শিক্ষক কেওচিয়া)সার্বিক সহোযোগিতায় বাপ্পু দাশ ও তার দল।
১৭ই ফাল্গুন ২রা মার্চ উষালগ্নে অহোরাত্র ষোড়শ প্রহরব্যাপী মহা নামের সুচনা হয়।
১৮ই ফাল্গুন ৩রা মার্চ চলে অহোরাত্র মহানাম।
১৯শে ফাল্গুন ৪টা মার্চ উষা লগ্নে নগর কীর্তনের মাধ্যমে নাম সংকীর্তনের পূর্নাহুতি দেয়া হবে।
Leave a Reply