1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম উত্তর পতেঙ্গা জেলেপাড়া সমুদ্র তীরে গঙ্গাঁস্নান উদযাপিত হয়।

রিটন দাশ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

চট্টগ্রাম উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড কাটগড় জেলেপাড়া সমুদ্র তীরে মহা বারুণী মেলা গঙ্গাঁস্নান ঘাট কমিঠির উদ্যেগে” মহা বারুণী মেলা “উদযাপিত হয়।
কান্ট্রি এডিটর রিটন দাশ এর ভিডিও নিউজ।

আজ ১৯শে মার্চ ২০২৩ইং ৪ঠা চৈত্র ১৪৩৯ বাংলা রোজ রবিবার শ্রী শ্রী গঙ্গা দেবীর পূজার আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় মহা বারুণী ও গঙ্গাঁ স্নান মেলা ২০২৩।
উক্ত অনুস্টানে সবার সহযোগিতা কামনা করেন এই মেলা কমিটির সভাপতি শ্রী সোনা বাবু দাশ এবং সাধারন সম্পাদক শ্রী শ্যামল দাশ।

উক্ত অনুস্টানে গীতাপাঠ,চণ্ডীপাঠ, এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ,জ,ম নাছির উদ্দীন, সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান বক্তা ছিলেন বাবু মিলন শর্ম্মা,উপদেষ্টা, ঢাকা শ্রী শ্রী রমনা কালীমন্দির ও জাগো হিন্দু পরিষদ। বিশেষ অতিথি আয়ান শর্ম্মা, উপদেষ্টা সম্পাদক, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন,ও প্রধান উপদেষ্টা মহা বারুণী মেলা ও গঙ্গা স্নানকমিঠি,কাটগড়,জেলেপাড়া
বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন জনাব আলহাজ্ব আব্দুল বারেক,সম্মানিত কাউন্সিলর,৪৯নং ওয়ার্ড উত্তর পতেঙ্গা।জনাব আলহাজ্ব ছালে আহমদ চৌধুরী, সম্মানিত কাউন্সিলর ৪১নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা। জনাব আলহাজ্ব জিয়াউল হক সুমন, সম্মানিত কাউন্সিলর ৩৯ নং ওয়ার্ড, সি,ই,পি,জেট চট্টগ্রাম।

এই মহা মিলন মেলায় হাজার হাজার ভক্তের সমাগম হয়।অনুষ্ঠানে আগত সকল পুনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254