শয়ন দে (অপূর্ব), কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার সদর উপজেলার আওতাধীন খুরুশকুল ইউনিয়ন এর নবপ্রত্যয় সংগঠনের উদ্যেগে গত ১৭,ও১৮ সেপ্টেম্বর রোজ: রবিবার ও সোমবার, অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী গণেশ পূজা উদযাপন পরিষদ ২৩ইং, ১৭ তারিখ, রোজ:রবিবার ১ম, ২য় ও ৩য় অধিবেশন করেন নবপ্রত্যয় সংগঠনের সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জুয়েল কান্তি দে – (সভাপতি), টনি দে- (অর্থ সম্পাদক), সুব্রত দে – (সাধারণ সম্পাদক) , এবং অএ সংগঠনের পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন :- প্রকাশ কান্তি দে,
এতে ১ম অধিবেশনে মঙ্গল আরতি, শ্রী শ্রী গণেশ দেবতাকে বাল্য প্রসাদ নিবেদন, নগর কীর্তন, সমাবেত গীতাপাঠ করেন। এতে অংশগ্রহণ করেছেন- ধর্মীয় জাগরণী শিক্ষা কেন্দ্রের আওতাধীন – রাসবিহারী মন্দির, পাল পাড়া, খুরুশকুল, শীল পাড়া, খুরুশকুল, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, পঞ্চায়েত পাড়া, খুরুশকুল, এবং পিতৃ ও মাতৃ পূজা, ধর্মীয় আলোচনা ও যুব সন্মেলন এবং উত্তরীয় প্রদান। এতে
শুভ উদ্ভোধক ছিলেন : -নীলাম্বর কৃষ্ণ দাশ, ইসকন,কক্সবাজার।
প্রধান আলোচক ছিলেন :- আত্মানন্দ ব্রহ্মচারী, অধ্যহ্ম, রাধামাধব মন্দির, হীলা, টেকনাফ,
বিশেষ আলোচক ছিলেন:- অভিরাম চৈতন্য দাশ,প্রধান সেবায়েত, শ্রী শ্রী সার্বজনীন কৃষ্ণানন্দধাম, কক্সবাজার।
প্রধান অতিথি ছিলেন:- জয় বর্ধন দে, সাবেক সফল এম ইউ পি সদস্য, ৭নং ওয়ার্ড, খুরুশকুল কক্সবাজার।
বিশেষ অতিথি ছিলেন:- তরুণ সকল ব্যবসায়ীবৃন্দ। এতে সভাপতিত্ব করেন:- ডা: পলাশ দে বিশিষ্ট সফল ব্যবসায়ী খুরুশকুল। এবং দুপুর ০২ টা বাজে অতিথিদের সম্মাননা প্রদান করেন। এবং এরপর
২য় অধিবেশনে থাকছেন:- বিকাল ০৩:০১ মি: নৃত্য অনুষ্ঠান ও পৌরাণিক সাজ এবং আলোচনা সভা। এতে অংশগ্রহণ করেছেন:- ধর্মীয় জাগরণী শিক্ষা কেন্দ্রের আওতাধীন – রাসবিহারী মন্দির, পাল পাড়া, খুরুশকুল, শীল পাড়া, খুরুশকুল, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, পঞ্চায়েত পাড়া, খুরুশকুল। এবং উক্ত ২য় অধিবেশনে শুভ উদ্ভোধক ছিলেন:- বিকাশ কান্তি দে, বিশিষ্ট সনামধন্য সফল ব্যবসায়ী, ঈদগাঁও, কক্সবাজার,
প্রধান আলোচক ছিলেন:- আত্মানন্দ ব্রহ্মচারী, অধ্যহ্ম, রাধামাধব মন্দির, হীলা, টেকনাফ, কক্সবাজার, বিশেষ আলোচক ছিলেন:- অভিরাম চৈতন্য দাশ,প্রধান সেবায়েত, শ্রী শ্রী সার্বজনীন কৃষ্ণানন্দধাম, কক্সবাজার। প্রধান অতিথি ছিলেন:- ডা:রতন ভট্টাচার্য, বিশিষ্ট সনামধন্য সফল ব্যবসায়ী, খুরুশকুল,
বিশেষ অতিথি ছিলেন:- বিশিষ্ট সনামধন্য সফল ব্যবসায়ী বৃন্দগন, এতে সভাপতিত্ব করেন:- সুজন পাল, বিশিষ্ট সনামধন্য সফল ব্যবসায়ী, খুরুশকুল, এবং সন্ধ্যা ০৬:০০ টা :সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ও
৩য় অধিবেশনে থাকছেন:- সন্ধ্যা-০৬:০১মি: সমাবেত প্রার্থনা, সন্ধ্যা-০৭:০১মি: ধর্মীয় আলোচনা ও নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শুভ উদ্ভোধক ছিলেন:- শ্রী সজল গৌর দে, বিশিষ্ট কীর্তনীয়া ও ভাগবত পাঠক এবং পরিচালক প্রভু নিতাই চাঁদ সম্প্রদায়, কক্সবাজার,, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন:- আত্মানন্দ ব্রহ্মচারী, অধ্যহ্ম, রাধামাধব মন্দির, হীলা, টেকনাফ কক্সবাজার । প্রধান অতিথি ছিলেন:- মো: শাহজাহান ছিদ্দিকী, চেয়ারম্যান, ৯নং খুরুশকুল, ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ছিলেন:- শ্রদ্ধেয় ও সন্মানিত ব্যাক্তিবৃন্দ,, এতে সভাপতিত্ব করেন:- অমল কান্তি দে, সভাপতি, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা। এবং রাত ০৯:০০ টা সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর
১৮ সেপ্টেম্বর রোজ: সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতে শ্রী শ্রী গণেশ দেবতাকে বিসর্জন দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ও সম্পন্ন করেন, নবপ্রত্যয় সংগঠন এর সকল সদস্য বৃন্দরা।। এবং নবপ্রত্যয় সংগঠনের সকল সদস্য বৃন্দরা খুরুশকুল উত্তর হিন্দু পাড়ায় সকল সনাতনীদের মাঝে সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরে আনন্দিত ও খুশি হলেন তারা। এবং এরা বলেন আমরা আগামী বছরে আরো সুন্দর করে আপনাদের কে পূজা উপহার দিব। আমরা আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ কাম্য করি। এবং পাশাপাশি তাদেরকে সবসময় আনন্দিত ও উৎসাহিত করে তাদেরকে সহযোগিতা করার জন্য উত্তর হিন্দু পাড়ার সকল সনাতনী ও যুব সমাজের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবপ্রত্যয় সংগঠন।।
Leave a Reply