1. sajalnath8181@gmail.com : admin2020 :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

কথা৭১ টিভির ইফতার পার্টি ও আলোচনা সভা।

টুটুল কর্মকার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৮২ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:-টুটুল কর্মকার।

আজ ১৩/৪/২০২৩ইংরেজি রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় সিআরবি তাসফিয়া রেস্টুরেন্ট এ কথা৭১টিভির পক্ষ থেকে ইফতার পার্টি ও আলোচনা সভা ২০২৩ আয়োজন করা হয়েছে।
আমাদের kotha71.tv উদ্দেশ্য হলো দেশ ও জাতিকে একটি সঠিক সেবা প্রদান করা,যেখানে সবাই জীবনের প্রতি বিশেষ এক মাধুর্য্য এবং শ্রদ্ধা নিয়ে চলাফেরা করবেন।
আমাদের কার্যকলাপ নয়, বরং প্রত্যেকের অন্তরে আমরা যেভাবে থাকি, সেটাই যেন আমাদের পরিচয় হয়।তাই আমাদের kotha71.tv শুধু সংবাদ নয়,বিভিন্ন রকম আয়োজনের মধ্যে দিয়ে,প্রতিভা বিকাশের এক বিশ্বস্ত প্লাটফর্ম। আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধ হয়ে, দেশ ও জাতির কল্যাণ এবং সমাজের জন্য সেবা মূলক কাজে একনিষ্ঠ রয়েছি।সঠিক সেবার মান বজায় রাখার একটি অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছি আমরা।
আপনাদের মঙ্গল হোক উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে আগামীর ভবিষ্যৎ গড়ে উঠুক এই প্রার্থনা করি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন kotha71 tv সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি রিয়াজ ওয়াইজ। উপস্থিত ছিলেন kotha71 tv সম্মানিত প্রতিষ্টাতা পরিচালক কবি ও নাট্যকার সজল কুমার নাথ, উপস্থিত ছিলেন kotha71 tv ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শেখ মোঃ ইকবাল,উপস্থিত ছিলেন সংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ সকল সাংবাদিক বৃন্দ ও আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

দিকনির্দেশনার্শনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে,আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উক্ত অনুষ্ঠানে হিংসা-নিন্দা ভুলে অংশগ্রহণ করে, কথা ৭১টিভি পরিবারকে একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই উক্ত প্রতিষ্টানের প্রতিষ্টাতা সভাপতি বাবু সজল কুমার নাথ মহোদয় কে, কারণ উনার দূরদর্শী চিন্তা চেতনার মধ্যদিয়ে, kotha71, tv কে অনেক দূর এগিয়ে নিয়েছেন। আজকের আলোচনায় তিনি বলেন আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসায় কথা৭১ টিভি পরিবারকে এতদূর নিতে পেরেছি। ভবিষ্যতে আমরা সবাই একত্রিত থেকে ভালোবাসা ও ভাতৃত্ববোধ বজায় রেখে, আমরা উক্ত পরিবার কে আরো বিশাল পরিবারে পরিণত করতে আমরা বিভিন্ন দিক নিদের্শনা গহণ করেছি।আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা এবং আশীর্বাদ করবেন। আমরা যাতে বিশ্বের কাছে মানসম্পূর্ণ পরিবারে পরিণত হতে পারি,দেশ ও জাতির কল্যাণ এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি এইটাই হোক আগামীর লক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254