গত ১৬ ডিসেম্বর ২০২৩ রোজ শনিবার বিকেল ৩ঘটিকার সময় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে kotha71.tv কতৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন চট্টগ্রাম সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়াস্থ সারু এপার্টমেন্ট নামক স্থানে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার মিত্র, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন,মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শিমুল কুমার নাথ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো ফৌজুল আজাদ চৌধুরী, দোলন সেন, উপদেষ্টা স্নিগ্ধা আচার্যী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন kotha71.tv চেয়ারম্যান, কবি ও সাহিত্যিক সজল কুমার নাথ। স্বাগত বক্তব্য প্রদান করেন kotha71.tv প্রধান সমন্বয়কারী স্বরূপ দেব নাথ ও সুচনা বক্তব্য রাখেন kotha71.tv সাংস্কৃতিক সম্পাদক সোমা সরকার। অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় ছিলেন রিপা দাশ ও জয়ন্তী দেবী।
আলোচনা সভা সমাপ্তি হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগীতে যারা অংশগ্রহণ করেন-ঃ- স্বরূপ দেব নাথ, সোমা সরকার, রিপা দাশ, ওমরূপ দেব নাথ সানন্দ, নিহা মনি, অর্ণব চৌধুরী, রাধিকা মালাকার, রাচী দে রিউ, অয়ন চৌধুরী, আকৃতি দাশ, স্বীকৃতি দাশ, পূজা দেবী, শ্রীময়ী সেন গুপ্ত, আরাধ্যা ঘোষ, অরিন সেন, পুষ্পিতা দেবী, অঙ্কিতা ঘোষ, মহিমা নূর, বর্ণালী চক্রবর্তী, অঙ্কিতা আচার্য্য ও রাজ।
নৃত্য শিল্পীরা হলেন পূজা মল্লিকের ও তার দল, সুইটি আলো রায়, রুশনা দত্ত, রূপকথা নাথ দিবা, তিথি আচার্য।
আবৃত্তি শিল্পীরা হলেন রুপান্তীতা নাথ রাত্রি, কাব্যজয় নাথ, দেবরুপ দেব নাথ সারুপ্য, রাধিকা মালাকার।
সার্বিক তত্বাবধানে- জগদীশ দাশ (মরণ), পান্না নাথ, রুমি নাথ।
Leave a Reply