চট্টগ্রাম সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় ৫০ হাজার টাকা জরিমানা
আবুল কাসেম, সাতকানিয়া প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাঙর খালে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে সরকারি খাল থেকে বালি উত্তোলনের দায়ে সাহেদা বেগম (৫২), পিতা- আবু ছৈয়দ, ৩ নং ওয়ার্ড, ছদাহা, সাতকানিয়াকে দোষ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিনটি আটক করে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আজাহার উদ্দিন এর জিম্মায় প্রদান করা হয়। ৩১শে ডিসেম্বর ২০২৩ ইং রবিবার
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply