1. sajalnath8181@gmail.com : admin2020 :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম সীতাকুণ্ড ইউসুফ খুনের আসামী গ্রেফতার।

টুটুল কর্মকার।
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪৫২ বার পঠিত

ইউসুফ খুনের আসামী গ্রেফতার

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, এর তথ্য মতে

প্রেস রিলিজ
‘‘যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার পলাতক আসামী যুবদলের দূধর্ষ ক্যাডার বাবলু ও পিস্তল আলমগীর আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার’’

আমি পুলিশ পরিদর্শক (নিঃ) তোফায়েল আহমেদ, অফিসার ইনচার্জ, সীতাকুন্ড মডেল থানা, চট্টগ্রাম আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ২০/১১/২০২২খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৭.৩৫ ঘটিকার সময় নুনাছড়া বটতলা সীতাকুন্ড পেট্রোল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলের ভিতর যুবলীগ নেতা ইউসুফকে ধৃত আসামী বাবলু ও আলমগীরসহ আরো ৭/৮ জন কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে পাহাড়ে পালিয়ে থেকে তার অন্যান্য সহযোগীদের নিয়ে তারা বড় দারোগারহাট থেকে পন্থিছিলা পর্যন্ত রোড ডাকাতিসহ পৌরসভার বিভিন্ন এলাকাসহ বারৈয়াঢালা ও নুনাছড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজী করে আসছিল। ইউসুফ হত্যার পর থেকে বাবলু সহ অন্যান্যদের গ্রেফতারের লক্ষ্যে বার বার অভিযান পরিচালনা করে তাদের অবস্থান দূর্ঘম পাহাড়ী ভৌগলিক অবস্থানে হওয়ায় ব্যর্থ হই। অদ্য ১৭/০৬/২০২৩ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বাবলুর নেতৃত্বে যুবদলের আরো অন্যান্য ক্যাডাররা বড় ধরনের আগ্নেয়াস্ত্র চালান বড় দরোগারহাট সহস্র ধারা ঝর্ণার নিকট স্লুইস গেইটের উপর হস্তান্তর করবে। উক্ত সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মোঃ মুকিব হাসান ও এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছদ্দবেশে অবস্থান করি। ধৃত আসামী বাবলু অত্যন্ত সু-চতুর হওয়ায় ছদ্দবেশ ধারন করার স্বত্বেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৭.২৫ ঘটিকার সময় সহস্র ধারা ঝর্ণা এলাকায় তার অন্যান্য সহযোগীদের উপস্থিত হওয়ার পূর্বেই পালানোর চেষ্টা করে। আমি অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ রবিউল হোসেন প্রঃ বাবলু (৩২), পিতা- মৃত নুরুল আবছার, সাং-মধ্যম এয়াকুবনগর, নুরুল আবছারের নতুন বাড়ী প্রঃ দুবাই ফকিরের বাড়ী, ও মোঃ আলমগীর হেসেন প্রঃ পিস্তল আলমগীর (৩২), পিতা- মৃত আলী আহম্মদ, সাং-মধ্যম এয়াকুবনগর, হাসি সওদাগর বাড়ী, উভয় থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামদ্বয়কে সেখান থেকে গ্রেফতার করি। অতঃপর তাদের দেহ তল্লাশী করে বাবলুর পরিহিত লুঙ্গীর নিচে হাফ প্যান্টের ভিতর কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান সোটার গান ও পকেট থেকে ০৩ রাউন্ড বন্দুকের গুলি এবং আলমগীরের দেহ তল্লাশী করে তাহার পরিহিত ত্রি-কোয়াটার প্যান্টের পিছনে কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান সোটার গান ও পকেট থেকে ০২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার পূর্বক অদ্য ১৭/০৬/২০২৩ ইং তারিখ ১৭.৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করি। ধৃত আসামী বাবলু ও আলমগীর যুবদলের দূধর্ষ অস্ত্রধারী সক্রিয় ক্যাডার। ২০১৩-২০১৪ সালের অগ্নি সন্ত্রাসের মহানায়ক। এছাড়াও ধৃত আসামী বাবলুর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় বিভিন্ন মামলায় ০৭ টি গ্রেফতারী পরোয়ানা এবং আলমগীরের বিরুদ্ধে ০৪ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। ধৃত আসামীদের সম্পর্কে থানার রেকর্ডপত্র পর্যালোচনায় প্রকাশ পায় যে, আসামী বাবলুর বিরুদ্ধে ডাকাতি, খুন, নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইন সহ অন্যান্য ধারার মোট ১৩ টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে ০৯ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ধৃত আসামীদের বিরুদ্ধে অদ্য ১৭/০৬/২০২৩ ইং তারিখ সীতাকুন্ড মডেল থানার মামলা নং-২৪, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯A/১৯F রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254